জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠন‌টির মহাসচিব আহসান হাবিব (লিংকন)।

এ বক্তব্যর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ভেড়ামারা শহরে প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।,

মঙ্গলবার (২১ অক্টোবর) বি‌কে‌লে উপজেলার আমলা ইউনিয়‌নের আমলা বাজা‌রে জনসভার আয়োজন ক‌রেন জাতীয় পা‌র্টির (কাজী জাফর) স্থানীয় নেতা-কর্মীরা। আমলা ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছি‌লেন সংগঠন‌টির মহাস‌চিব আহসান হাবিব। সেখানে তিনি বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌েছে। ওই ভিডিওতে দেখা গেছে, আহসান হাবিব কেন্দ্রীয় বিএন‌পির নেত্রী‌ ফরিদা ইয়াসমিনের নাম ধ‌রে ব্যক্তিগত আক্রমণ ক‌রেন। তি‌নি বলেন, ‘মাদারগা‌ছে বে‌শি ঘষ‌বেন না। আপ‌নি তা‌রেক রহমা‌নের কা‌ছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি।’ এ সময় ফ‌রিদা ইয়াসমিন‌কে অশালীন ভাষায় স‌ম্বোধন ক‌রে আহসান হাবিব ব‌লেন, ‘আমি য‌দি ভোট বি‌ক্রি ক‌রে দিই, তাহ‌লে সর্বোচ্চ ভোট পেলাম কীভাবে?’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

এদি‌কে অশালীন স‌ম্বোধ‌নের প্রতিবাদ জা‌নি‌য়ে মঙ্গলবার রা‌তে ভেড়ামারা শহ‌রে মোটরসাইকেল নি‌য়ে ঝাড়ুমি‌ছিল ক‌রে‌ছেন ফ‌রিদা ইয়াস‌মি‌নের সমর্থকেরা। তারা আহসান হা‌বিবের অফিস ও বা‌ড়ির সাম‌নে গি‌য়ে বি‌ভিন্ন স্লোগান দেন। এর পরেই তার বা‌ড়ির সাম‌নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার ক‌রতে দেখা যায়।,

এ বক্তব্যের জেরে ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আহসান হাবীব লিংকন ওই বক্তব্যের জেরে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, বিভিন্ন কারণে মন মানসিকতা ঠিক না থাকায় মিরপুরের আমলা বাজারের জনসভায় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিন সম্পর্কে কটূক্তি ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করছি।

আহসান হাবিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া জেলার সভাপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে ২০ দলীয় জোটের শরিক কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আস‌নে ২০–দলীয় জোট প্রার্থী হি‌সে‌বে ধানের শীষ প্রতীক নি‌য়ে নির্বাচন ক‌রেন আহসান হাবিব। এবারও তি‌নি জোট থেকে ম‌নোনয়নপ্রত্যাশী।,

অন্যদিকে ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা ও তিন দফায় ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও একই আসন থে‌কে বিএন‌পির মনোনয়নপ্রত্যাশী। তাদের দুজ‌নের বা‌ড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বিএনপির ২০০ প্রার্থী চলতি মাসে পাচ্ছেন ‘সবুজ সংকেত

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি চলতি অক্টোবরের মধ্যে ২০০ আসনে প্রার্থী বাছাই করে তাদের ‘সবুজ সংকেত’ দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী

তামাকের আগ্রাসনে বিপন্ন উর্বর জমি ও খাদ্য নিরাপত্তা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের কৃষিনির্ভর অর্থনীতি ও খাদ্য নিরাপত্তা আজ এক নতুন চ্যালেঞ্জের মুখে—তামাক চাষের বিস্তার। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুতগতিতে তামাক চাষ বাড়ছে, যা মাটির উর্বরতা

স্বেচ্ছায় গ্রেপ্তার হতে আদালত প্রাঙ্গণে যাবেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান আগামী ২৫ ফেব্রুয়ারি নিজেই আদালত প্রাঙ্গণে গিয়ে গ্রেপ্তার

শনিবার থেকে ৯ মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্টমার্টিন ভ্রমণ

কক্সবাজার প্রতিনিধি: আগামী ৯ মাসের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শনিবার থেকে কোনো পর্যটক যেতে পারবেন না। পর্যটকবাহী জাহাজ চলাচলও এসময় বন্ধ থাকবে। সরকারি

মসজিদ থেকে ৫ লাখ টাকা লুট, সমন্বয়ক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: নির্মাণাধীন মডেল মসজিদের ক্যাম্পাসে হামলা, ভাঙচুর, মারধর এবং সেখান থেকে ৫ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে পিরোজপুর সদরে। এ ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান