জনসভায় বিএনপি নেত্রীকে অশালীন সম্বোধন, জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কু‌ষ্টিয়ার মিরপুর উপ‌জেলায় জাতীয় পার্টির (কাজী জাফর) জনসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিনকে অশালীন ভাষায় সম্বোধন করে বক্তব্য দিয়েছেন সংগঠন‌টির মহাসচিব আহসান হাবিব (লিংকন)।

এ বক্তব্যর একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার জেরে ভেড়ামারা শহরে প্রধান প্রধান সড়কে ঝাড়ু মিছিল করেছে বিএনপির একাংশের নেতাকর্মীরা। ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।,

মঙ্গলবার (২১ অক্টোবর) বি‌কে‌লে উপজেলার আমলা ইউনিয়‌নের আমলা বাজা‌রে জনসভার আয়োজন ক‌রেন জাতীয় পা‌র্টির (কাজী জাফর) স্থানীয় নেতা-কর্মীরা। আমলা ইউনিয়নের সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি ছি‌লেন সংগঠন‌টির মহাস‌চিব আহসান হাবিব। সেখানে তিনি বক্তব্য দেন।

ওই বক্তব্যের ভি‌ডিও সামা‌জিক যোগা‌যোগমাধ্যম ফেসবু‌কে ছ‌ড়ি‌য়ে পড়‌েছে। ওই ভিডিওতে দেখা গেছে, আহসান হাবিব কেন্দ্রীয় বিএন‌পির নেত্রী‌ ফরিদা ইয়াসমিনের নাম ধ‌রে ব্যক্তিগত আক্রমণ ক‌রেন। তি‌নি বলেন, ‘মাদারগা‌ছে বে‌শি ঘষ‌বেন না। আপ‌নি তা‌রেক রহমা‌নের কা‌ছে সেলিমা রহমানের মাধ্যমে আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। আমি নাকি ২০১৮ সালে ভোট বিক্রি করে দিয়েছি।’ এ সময় ফ‌রিদা ইয়াসমিন‌কে অশালীন ভাষায় স‌ম্বোধন ক‌রে আহসান হাবিব ব‌লেন, ‘আমি য‌দি ভোট বি‌ক্রি ক‌রে দিই, তাহ‌লে সর্বোচ্চ ভোট পেলাম কীভাবে?’

এ বিষয়ে জানতে চাইলে ফরিদা ইয়াসমিন বলেন, ‘আমি এই অশালীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা রাজনীতির ভাষা হতে পারে না, রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত আচরণ। ব্যক্তিগতভাবে কেউ কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু প্রকাশ্যে এমন গালিগালাজ চরম বেয়াদবি। আমি জেলা বিএনপির কাছে ওই বক্তব্যের ভিডিও পাঠিয়ে আনুষ্ঠানিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি।

এদি‌কে অশালীন স‌ম্বোধ‌নের প্রতিবাদ জা‌নি‌য়ে মঙ্গলবার রা‌তে ভেড়ামারা শহ‌রে মোটরসাইকেল নি‌য়ে ঝাড়ুমি‌ছিল ক‌রে‌ছেন ফ‌রিদা ইয়াস‌মি‌নের সমর্থকেরা। তারা আহসান হা‌বিবের অফিস ও বা‌ড়ির সাম‌নে গি‌য়ে বি‌ভিন্ন স্লোগান দেন। এর পরেই তার বা‌ড়ির সাম‌নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর সদস্যদের নিরাপত্তা জোরদার ক‌রতে দেখা যায়।,

এ বক্তব্যের জেরে ভেড়ামারা শহরের চেয়ারম্যান মোড়ে (ক্লীক মোড়) জাতীয় পার্টির অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে বুধবার বেলা ১১টার দিকে ভেড়ামারা জাতীয় পার্টি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে আহসান হাবীব লিংকন ওই বক্তব্যের জেরে ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করেন। তিনি বলেন, বিভিন্ন কারণে মন মানসিকতা ঠিক না থাকায় মিরপুরের আমলা বাজারের জনসভায় বিএনপির নেত্রী ফরিদা ইয়াসমিন সম্পর্কে কটূক্তি ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করছি। আমি ভুল স্বীকার ও ক্ষমা প্রার্থনা করছি।

আহসান হাবিব জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও কুষ্টিয়া জেলার সভাপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির হয়ে ১৯৮৮ সালের চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। ২০১৪ সালে ২০ দলীয় জোটের শরিক কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টিতে যোগ দেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আস‌নে ২০–দলীয় জোট প্রার্থী হি‌সে‌বে ধানের শীষ প্রতীক নি‌য়ে নির্বাচন ক‌রেন আহসান হাবিব। এবারও তি‌নি জোট থেকে ম‌নোনয়নপ্রত্যাশী।,

অন্যদিকে ফরিদা ইয়াসমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, কুষ্টিয়া জেলা বিএনপির অন্যতম নেতা ও তিন দফায় ঢাকা মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনিও একই আসন থে‌কে বিএন‌পির মনোনয়নপ্রত্যাশী। তাদের দুজ‌নের বা‌ড়ি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নওগাঁয় বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সদস্যদের অংশগ্রহণে আন্ত: জেলা বৈঠক উপলক্ষে নওগাঁয় আগমনে কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ ডাকবাংলোতে

আসামি গ্রেপ্তারে ডিএমপির অনুমতির নির্দেশনা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা সার্কুলারের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন

রাতভর নাটকীয়তা শেষে সাবেক মেয়র আইভী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: অভিযান চালাতে গিয়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে বিক্ষোভে অবরুদ্ধসহ রাতভর নাটকীয়তা শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করেছে

ভাইরাল সেই পোস্ট ডিলিট করে যা বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনের মধ্যে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। সেখানে তিনি লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা

মায়ের অসুস্থতায় কেন্দ্রে দেরি, পরীক্ষায় বসতে না পেরে ভেঙে পড়ল বাবাহারা আয়েশা

অনলাইন ডেস্ক: মায়ের স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরীক্ষাকেন্দ্রে দেরিতে পৌঁছায় বাবাহারা আয়েশা। আর মাত্র দেড় ঘণ্টার দেরির কারণে তাকে পরীক্ষায় বসতে দেওয়া

সিরাজগঞ্জে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রদের বলাৎকারের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জুগ্নীদহ তাহফিজুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্রদের দীর্ঘদিন ধরে বলাৎকারের অভিযোগ উঠেছে শিক্ষক হাফেজ মুন্নাফের বিরুদ্ধে। এ ঘটনায় এক শিক্ষার্থীর