জুয়েল রানা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, এদেশে যারাই ক্ষমতার এসেছে তাঁরাই সম্পদের পাহাড় গড়ে তুলেছে। কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিভিন্ন দেশে একাধিক বাড়ি করেছে। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, জনগণকে সাথে নিয়ে এদেশ নতুনভাবে সাজাবে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ভাটবেড়া মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার সুযোগ পায়, তবে দেশের শিল্প খাতকে পুনরুজ্জীবিত করতে নতুন নতুন কল-কারখানা স্থাপন করা হবে। দেশের বেকার সমস্যা দূর করা হবে। শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে আধুনিকায়ন করা হবে।
মোহনপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা জামায়াতের দপ্তর সম্পাদক আব্দুল বারী, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, মোহনপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি হেলাল উদ্দিন, ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক ডা. নুরুল ইসলাম প্রমুখ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.