
লুৎফর রহমান তাড়াশ: বাংলাদেশে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘকে (ইস্কন) নিষিদ্ধের দাবিতে সিরাজগঞ্জের তাড়াশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্র-জনতাসহ বিভিন্ন মসজিদের মুসল্লিরা। এ সময় অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি করেন তারা।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর )। জুমার নামাজের পর তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে রূপ নেয়।
তাড়াশ কেন্দ্রীয় জামে মসজিদ এলাকায় দেখা যায়, বিভিন্ন মসজিদ থেকে দলে দলে মুসল্লি, ছাত্র-জনতা বের হয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে সমবেত হন। এ সময় বিভিন্ন স্লোগানে বিক্ষোভ মিছিল করেন তারা। হাজার হাজার জনতা এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার এবং বাংলাদেশ থেকে দ্রুত ইস্কন নিষিদ্ধ করতে হবে। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। আমরা গণঅভ্যুত্থানের পরে হিন্দু ধর্মালম্বীদের মন্দির পাহারা দিয়েছি। আমরা হিন্দু ধর্ম বা সনাতন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে নয়, জঙ্গি সংগঠন ইস্কনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। ইস্কনের নামে ভারতীয় আগ্রাসনকারীরা আমাদের দেশে সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করছে। আমরা তাই ইস্কন নিষিদ্ধের দাবি করছি। আমরা বাঙালি জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সভায় বক্তব্য রাখেন মাওলানা লুৎফর রহমান, মাওলানা আব্দুর রহিম,রাজু সহ আরও অনেক।’