নিজস্ব প্রতিবেদক: জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)।
মঙ্গলবার সকাল ১০টা থেকে রূপগঞ্জের বরপা এলাকার ওই বাড়িটি ঘিরে রাখা হয়।
এ তথ্য জানিয়েছেন এটিইউ’র পুলিশ সুপার (মিডিয়া) মাহফুজুল আলম।
তিনি জানান, রূপগঞ্জের বরপায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রাখা হয়েছে। একটু পরে সেখানে অভিযান শুরু হবে। এখনো বোঝা যাচ্ছে না ভেতরে কতজন আছেন। পরে এ বিষয়ে গণমাধ্যমে জানানো হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.