জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার রাফিউলের বাবা বলেন- আমার ছেলে যে জঙ্গি হবে এটা বিশ্বাস করতে পারছি না

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা চৌদ্দ বছর দেশের বাইরে থেকে উপার্জন করেছেন। এরপর নিজ বাড়ি যমুনায় ভেঙ্গে গেলে বাসাভাড়া নিয়ে শহরে থেকে ছেলেকে পড়িয়েছেন’। সেই ছেলে জঙ্গি হবে মানতেই পারছেন না রাফিউলের পিতা সাইফুল ইসলাম। তিনি বলেন, আমার একমাত্র ছেলে রাফিউল ইসলাম রিয়ান ছোটবেলা থেকেই খুবই শান্ত এবং মেধাবী। শান্ত স্বভাব এবং পড়ালেখায় ভালো ছিলো বলে এলাকায় সবাই ওকে খুব আদর করতো। সেই ছেলে যে আমার কুলাউড়ার জঙ্গি আস্তানায় ধরা পড়বে এটা ভাবতে পারছি না। ও ছাত্রলীগের রাজনীতিকে ওর আদর্শ মানতো। আমি নিজেও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। কিন্তু কেমন করে কি হয়ে গেলো। আমি হার্র্টের রোগী । এসব কিভাবে সামলাবো? এখন নিজের গ্রাম যমুনায় ভেঙ্গে যাবার পরে অন্য স্থানে চলে এসেছি। এখন কাউকেই একথা বলে বোঝাতে পারছি না। কথাগুলো বলতে বলতে অনেকবার দম নেন কুলাউড়ার জঙ্গি আস্তানায় গ্রেপ্তার রাফিউল ইসলাম ওরফে রিয়ানের পিতা সাইফুল ইসলাম(৫১)। তার জন্মস্থান সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের ঢেকৃরিয়া গ্রামে। যমুনায় নিজের ভিটেমাটি হারানোর পরে ২০০৩ সাল থেকে বগুড়ার শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে পরিবার নিয়ে বসবাস করতেন তিনি। রাফিউলের মা রেবা খাতুন মাইজবাড়ী ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পদে ২০০১ সালের নির্বাচনে জয়লাভ করেন। সদস্যপদে দায়িত্ব পালন করেছেন ২০১০ সাল পর্যন্ত।

একমাত্র ছেলেকে ভালো স্কুলে পড়ানোর জন্যে সাইফুল পরিবার সহ ২০০৮ সাল থেকে স্থায়ীভাবে শেরপুর শহরে বাসাভাড়া নিয়ে বসবাস শুরু করেন। সেখানকার সামিট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ছেলেকে ভর্তি করেন। সেখান থেকে ২০২০ সালে এসএসসি পাস করেন রাফিউল। এরপর একই প্রতিষ্ঠান থেকে ২০২২ সালে এইচএসসি পাশ করেন তিনি।এরপর লক্ষ ছিলো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ার। কিন্তু সেটি না হবার কারণে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ভর্তি হন। সেখান থেকে চারমাস পরে চলে যান পাবনায়। কিন্তু পাবনা গিয়ে তিনি শিক্ষকতার চাকুরি নেন সেখানকার তালিমুল একাডেমিতে-জানান রাফিউলের পিতা। তিনি বলেন, ছেলের বন্ধু বান্ধবেরা অনেকেই ভালো জায়গায় চান্স না পাওয়ায় আবারো ভর্তির সুযোগ নেবার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু পাবনা যাবার পরে সেখানে মাদ্রাসায় চাকুরি নিলে সে বাড়ি আসতো দেরিতে। আমিও হার্টের রোগী। মনে করেছি ছেলে আমার ভালই আছে। কিন্তু কিযে হয়ে গেলো।,
রাফিউলের মা রেবা খাতুন জানান, দুই সপ্তাহ আগে ফোনে ছেলে জানায় সে বন্ধুদের সাথে কক্সবাজার ঘুরতে যাবে। কয়েকদিন থাকবে সেখানে। কয়েকদিন যাবৎ তার সাথে ফোনে কথাও হয়না। এরইমধ্যে মুনতে পেলাম ছেলে আমার গ্রেপ্তার হয়েছে। কিন্তু আমার ছেলে এমনটি করতেই পারে না। বন্ধুদের পাল্লায় পড়ে হয়তো এমনটি করেছে।
সাইফুল ইসলাম জানান, তিনি ১৯৯১-৯২ সালে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদের ছাত্রলীগের প্যানেলের নির্বাচিত ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। এরপর আগে তিনি মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন বলে জানান।
২০২২ সালে ছেলে শেরপুর থেকে চলে গেলে সাইফুল ইসলাম বসবাস বগুড়া জেলার ধুনট থানার মাটিকোড়া গ্রামে বসতি গড়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকার আমাদের প্রতিপক্ষ নয়: নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারে থাকা ব্যক্তিদেরকে বিএনপি নিজেদের প্রতিপক্ষ মনে করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তবে সরকারের উপদেষ্টারা

‘মামলা থেকে বাঁচতে ভারতের দ্বারস্থ হচ্ছেন ড. ইউনূস’

নিজস্ব প্রতিবেদক: একের পর এক ঝামেলায় পড়েছেন ইউনূস। যিনি নিজেকে একসময় আইনের ঊর্ধ্বে মনে করতেন। আইন বিচার তার জন্য প্রযোজ্য না-এমন একটি বদ্ধমূল ধারণা যা

শহীদ মিনার ভাঙার শাস্তি হিসেবে প্রতিদিন স্কুল পরিষ্কার করবে দুই ছাত্র

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে প্রভাতফেরির পর লাথি দিয়ে অস্থায়ী শহীদ মিনার ভাঙা সেই দুই শিক্ষার্থী প্রতিদিন স্কুল পরিষ্কার করবে। উপজেলা

বেনজীরের তারেক কানেকশন

নিজস্ব প্রতিবেদক: সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের সঙ্গে তারেক জিয়ার যোগাযোগের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে, সাবেক পুলিশপ্রধান অবসর গ্রহণের পর

দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক: নতুন করে আলোচনায় মার্কিন-ইরান পারমাণবিক চুক্তির সম্ভাবনা, এরই প্রভাব পড়েছে বিশ্ববাজারে—নেমে গেছে জ্বালানি তেলের দাম। ব্যারেলপ্রতি তেলের দাম কমেছে ১ ডলারের বেশি। একই

থাকছে না ফ্যাক্টচেকার, বাড়বে রাজনৈতিক কনটেন্ট: জাকারবার্গ

অনলাইন ডেস্ক: ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ঘোষণা দিয়েছেন, ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডসে ফ্যাক্টচেকার থাকবে না, সেন্সরশিপ উল্লেখযোগ্যভাবে কমবে এবং রাজনৈতিক কনটেন্ট