নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের বাসিন্দা ইব্রাহিম (৬৫) ব্রাহ্মণবাড়িয়ায় মারা গেলেন, কিন্তু তার মৃত্যুর খবর শুনেও ছেলেসহ পরিবারের কেউ লাশ নিতে আসেননি। শেষ পর্যন্ত ‘বাতিঘর’ নামে একটি মানবিক সংগঠনের মাধ্যমে তাকে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে।
গত সোমবার (৩০ জুন) সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ইব্রাহিমের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। পরে তার পকেট থেকে পাওয়া ভিজিটিং কার্ডে থাকা নম্বরে যোগাযোগ করে জানা যায়, তিনি দিনাজপুরের একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওহিদুর রহমান চৌধুরী জানান, বহু অনুসন্ধানের পর জানা যায়, ইব্রাহিমের একমাত্র ছেলে রয়েছেন—ইসরাফিল সিয়াম। তাকে লাশ গ্রহণে অনুরোধ জানানো হলে তিনি অপারগতা প্রকাশ করেন এবং একপর্যায়ে নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে দেন।
পুলিশ জানায়, ইব্রাহিম মূলত হিন্দু ধর্মাবলম্বী ছিলেন। প্রায় ৩০ বছর আগে ইসলাম গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার এক নারীকে বিয়ে করেন। তাঁদের সংসারে জন্ম নেয় একমাত্র ছেলে। তবে পরবর্তীতে সেই নারী ছেলেকে নিয়ে আরেকজনকে বিয়ে করেন এবং ইব্রাহিমের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়।
‘বাতিঘর’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আজহার উদ্দিন বলেন, "প্রতিষ্ঠার পর থেকে আমরা প্রায় ২০০ জন বেওয়ারিশ লাশ দাফন করেছি। তবে ইব্রাহিমের ক্ষেত্রে বিশেষ কষ্ট পেয়েছি। কারণ, তার সন্তান থাকা সত্ত্বেও তাকে পরিবারবিহীন হিসেবে দাফন করতে হলো।"
তিনি জানান, মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ইব্রাহিমের দাফন সম্পন্ন হয়। এ সময় তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.