নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধান মানিককে ছাত্র হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলাম এ নির্দেশ দেন।
আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে শাওন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে মাধবদী থানা পুলিশ সাবেক মেয়র মানিককে আদালতে হাজির করে। এসময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে মামলার মূল নথি জেলা জজ আদালতে অন্য আসামির শুনানির জন্য মুলতবি থাকায় তাৎক্ষণিকভাবে রিমান্ড শুনানি হয়নি। ফলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রোববার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে মোশাররফ হোসেন প্রধান মানিককে গ্রেপ্তার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরদিন দুপুরে মাধবদী থানার মামলা অনুযায়ী আদালতে হাজির করা হয়।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দুটি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টার মামলা এবং আরও একটি মামলা মিলিয়ে মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.