
নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার বিক্ষোভের জেরে প্রথমআলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে আন্দোলনে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়েছে পুলিশ। সোমবার দুপুরে জনতার দাবি মেনে গ্রেফতারকৃতদের ছেড়ে দেয় তেজগাঁও থানা পুলিশ।
এসময় মুক্তি পাওয়া ছাত্র-জনতাদের নিয়ে আনন্দ মিছিল করে আন্দোলনকারীরা। এসময় তারা জানান, প্রথমআলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে তাদের সংগ্রম অব্যাহত থাকবে।
সোমবার সকাল থেকে, গ্রেফতারকৃতদের মুক্তির দাবিতে তেজগাঁও থানা ঘেরাও করে ছাত্র-জনতা।
এর আগে রবিবার দৈনিক প্রথম আলো পত্রিকার বিরুদ্ধে কারওয়ান বাজারে গণমাধ্যমটির প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়।
বিক্ষোভকারীরা জানান, প্রথম আলো ও ডেইলি স্টার ভারতীয় আগ্রাসনে সহায়তা করছে। ফলে তাদের তওবা করার জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে। রবিবার সন্ধ্যা দিকে হঠাৎ বিক্ষোভকারীদের উপর চাড়ও হয় পুলিশ। তাদের সরিয়ে দিতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে আইনশৃংখলা বাহিনী। এসময় প্রথম আলোর সামনে বিক্ষোভকারীদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা জানান, তারা আরো কিছুক্ষণ প্রথম আলোর সামনে অবস্থান করতে চেয়েছিলেন। জবাই করা গরুর মাংস সবাইকে খাওয়ানোর কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলেও অভিযোগ করেন তিনি।’