নিজস্ব প্রতিবেদক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষার্থী।
অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১৯ সাল থেকে সহকারী অধ্যাপক সাজন সাহা একজন শিক্ষার্থীকে মেসেজ দিয়ে মধ্যরাতে চা পানের জন্য নিমন্ত্রণ করতেন, অঙ্ক বোঝানোর নামে ব্যক্তিগত চেম্বারে ডাকতেন এবং শাড়ি পরে দেখা করার জন্য বলতেন। কিন্তু সেসব অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করায় ওই শিক্ষক তার কোর্সে নম্বর কমিয়ে দিতেন এবং থিসিস পেপার আটকে দেয়াসহ নানাভাবে হয়রানি করতেন। রোববার ভুক্তভোগী শিক্ষার্থীকে মধ্য রাতে চা পানের দাওয়াতসহ একাধিক অনৈতিক প্রস্তাবের বেশ কিছু স্ক্রিনশট ফেসবুকে পোস্ট করেন। পরে শিক্ষকের এমন কাণ্ডে ফুঁসে ওঠে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। গত সোমবার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন অবরোধ করে অবস্থান ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জী ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে কর্মসূচি স্থগিত আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওই ঘটনার বিচার চেয়ে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দেন ওই শিক্ষার্থী।
অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার সাজন সাহার ব্যক্তিগত ফোনে যোগাযোগের চেষ্টা করলে নম্বরটি বন্ধ পাওয়া গেছে।'
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর বলেন, ‘ঘটনার সত্যতা মিললে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করব। শিক্ষার্থীরা আমাদের সন্তানের মতো, তাদের শিক্ষার পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই।’
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.