ঠিকানা টিভি ডট প্রেস: গোপালগঞ্জের কাশিয়ানীতে চতুর্থ শ্রেণির মাদ্রাসার শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে মো. হেলাল উদ্দিন আল আজাদ (৩০) নামে মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।'
গ্রেপ্তার মাদ্রাসা শিক্ষক মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ ফরিদপুর জেলার বোয়ালমারী থানার মাইটমুকড়া গ্রামের বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলা কাশিয়ানী থানাধীন বাগঝপা গ্রামে বসবাস করছেন।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান বলেন, কাশিয়ানী উটজেলার বাগঝাপা এলাকায় বেশ কিছুদিন ধরে হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রাসায় নামে একটি অনুমোদনহীন আবাসিক/অনাবাসিক মহিলা মাদরাসা পরিচালনা করে আসছিলেন মো. হেলাল উদ্দিন আল আজাদ ওরফে হেলাল খাঁ। হযরত হালিমাতুজ ছাদিয়া মুহাম্মাদীয়া মহিলা মাদ্রাসার শিক্ষক হেলাল তার বিশ্রাম কক্ষে ওই ছাত্রীকে বিয়েসহ বিভিন্ন প্রলোভন দেখিয়ে বেশ কয়েকবার ধর্ষণ করে। সর্বশেষ গত ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে ফায়েকুজ্জামান ও এক নারীর সহায়তায় এই শিশুকে ধর্ষণ করেন।
এই ঘটনায় রোববার নির্যাতনের শিকার ওই শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত অপর দুজন পলাতক রয়েছেন। তাদেরকে দ্রুতই গ্রেপ্তারের জন্য অভিযান চলমান রয়েছে।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.