ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ সম্প্রতি ৬ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি অনুমোদন দিয়েছে।,

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরে ২৪ সেপ্টেম্বর এ কমিটি অনুমোদন হয়। অনুমোদিত কমিটির সভাপতি তাহমিদ আলম সফি ছাড়াও রয়েছেন—সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আল নাঈম তোহা, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল সাবিত তাবি, যুগ্ম সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম ও সাংগঠনিক সম্পাদক আলিফা ফারদিন।

তথ্য যাচাই করে জানা গেছে, কমিটির ছয় সদস্যের মধ্যে পাঁচজনই ইন্টার্নশিপের শেষ পর্যায়ে আছেন। কেবল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবিত তাবি এখনো তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

এদিকে নতুন সভাপতি তাহমিদ আলম সফির পূর্বে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের কক্সবাজার জেলা শাখার সমাজসেবা সম্পাদক পদে থাকার প্রমাণ মিলেছে। ২০১৯ সালের নভেম্বর মাসে অনুমোদিত সেই কমিটিতে তার নাম ছিল। এছাড়া তিনি দীর্ঘদিন ছাত্রলীগের কর্মসূচিতেও অংশ নিয়েছেন—শহীদ মিনারে ফুল দেওয়া থেকে শুরু করে ফেসবুকে ছাত্রলীগের প্রচারণাও করেছেন।

তবে সফির দাবি, পরিবারের রাজনৈতিক ঐতিহ্য বিএনপির সঙ্গে যুক্ত। তার বাবা সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। কলেজ জীবনে জোরপূর্বক নাম যুক্ত করে তাকে বঙ্গবন্ধু ছাত্র পরিষদে নেওয়া হয়েছিল বলে জানান তিনি। “আমার মননে সবসময় ছাত্রদল ও জাতীয়তাবাদী আদর্শ কাজ করেছে,”বলেন সফি।

জানা গেছে, বর্তমানে কক্সবাজার জেলা ছাত্রদলের কোনো কমিটি নেই। এক বছর দুই মাস আগে জেলা কমিটি ভেঙে দেওয়ার পর থেকে জেলা পর্যায়ে শূন্যতা বিরাজ করছে।,

এদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে গত ২৯ আগস্ট থেকে রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। কলেজ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারিদের রাজনৈতিক কার্যক্রম ও ক্লাবের কার্যক্রম স্থগিত রয়েছে। সেই অবস্থাতেই ছাত্রদল কেন্দ্র থেকে নতুন কমিটি অনুমোদন দিয়েছে এবং আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দিয়েছে।

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, “মেডিকেল কলেজের কমিটিগুলো সরাসরি কেন্দ্রীয় ছাত্রদল দেখে। তবে তাহমিদ সফির বিষয়ে বিতর্ক থাকায় আমি তাকে ফুল দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছি।”

রাজনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে ছাত্রদলের এ কমিটি অনুমোদনকে ঘিরে কক্সবাজারে তুমুল আলোচনা চলছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি আয়োজিত একটি সেমিনার শেষে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ ঘটনায় জড়িত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৩ জনসহ নিহত ৪

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কালিয়াকৈর ফুলবাড়িয়া মাওনা আঞ্চলিক সড়কের বড়চালা এলাকায় কাভার্ড ভ্যান ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছেন। আহত

সীমান্তে জড়ো হচ্ছে হাজার হাজার ইসরায়েলি সেনা, সর্বাত্মক যুদ্ধের শঙ্কা

অনলাইন ডেস্ক: ইরানে পারমাণবিক লক্ষ্যবস্তুসহ বিভিন্ন স্থানে হামলার পর সীমান্তে হাজার হাজার সেনা জড়ো করছে দখলদার ইসরায়েল। সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে দখলদাররা সর্বাত্মক যুদ্ধের

এবার ইরানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছে রাশিয়া

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পারমাণবিক জ্বালানি সংস্থা রসাটম ইরানে ছোট আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্ভাবনা নিয়ে তেহরানের সঙ্গে আলোচনা করছে। শুক্রবার এ তথ্য জানান রসাটমের

রোহিঙ্গা প্রত্যাবাসন অনিশ্চিত, সীমান্তে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা আট বছরেও নিজ দেশে ফিরতে পারেনি। বরং সীমান্ত পেরিয়ে নতুন অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। এর মধ্যে রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়েছে

বাংলাদেশের আমলাতন্ত্রের কমন চরিত্র যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা: নুরুল হক নুর 

ঢাকা উত্তর প্রতিনিধি: আমরা বাংলাদেশের আমলাতন্ত্র বা প্রশাসনের যে কমন চরিত্র দেখি বৃষ্টি যেদিকে তারা সেদিকে ছাতা ধরে অর্থাৎ ক্ষমতার বাতাস যেদিকে যাবে সেদিকে তারা