ছাত্রদল-শিবির সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৭

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্থানীয় পাল্টাপাল্টি হামলার ছাত্রদল ও ছাত্রশিবির কর্মীদের মধ্যে দফায় দফায় ঘটনা ঘটেছে। এ সময় ইব্রাহিম মাসুম (২৮) নামের ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ছয়জন।

মঙ্গলবার (২৯ অক্টোবর)। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার আমান উল্যাহপুর ইউনিয়নের কাঁচিহাটা বাজারে এসব ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে ছাত্রদল কর্মীরা সোহেল নামের এক মাদক সেবনকারীকে আটক করে পরিবারের কাছে তুলে দেন। ওই ঘটনার জেরে সোহেলের পক্ষ নিয়ে শিবিরের কয়েকজন কর্মী এসে ছাত্রদল কর্মীদের ওপর হামলা করে। ওই সময় হামলাকারীরা ছাত্রদল নেতা মাসুমের পায়ে গুলি করে। ওই সময় আরও পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমানউল্যাহপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম মাসুম বলেন, আজ দুপুরের দিকে একই এলাকার মো. সোহেলকে ইয়াবা সেবনকালে ছাত্রদলের কয়েকজন হাতেনাতে আটক করেন। এ সময় এলাকার মুরুব্বিরা তাঁকে হালকা মারধর করে তাঁর পরিবারের কাছে সোপর্দ করেন।

তিনি বলেন, সোহেল একসময় আওয়ামী লীগের রাজনীতি করতেন। গত ৫ আগস্টের পর তিনি স্থানীয় জামায়াত-শিবিরের লোকজনের সঙ্গে চলাফেরা করেন। যার কারণে জামায়াত-শিবিরের কর্মীরা তাঁর পক্ষ হয়ে আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অতর্কিত তিনিসহ ছাত্রদলের নেতা–কর্মীদের ওপর হামলা চালান।

এসব অভিযোগ নাকচ করে দিয়ে জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার বলেন, যে ছেলেটাকে মারধর করা হয়েছে তিনি জামায়াত রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। অনেক আগে তিনি ছাত্রদল করতেন। ছয় মাস আগে তিনি জামায়াতে যোগ দেন। এ জন্য সকালে তাকে মারধর করা হয়। তবে কে বা কারা ছাত্রদল নেতার ওপর হামলা করেছে তা আমি জানি না।

বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান বলেন, সংঘর্ষ ও গুলির ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ যুবক লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইভিএম নিয়ে দোটানায় ইসি’

নিজস্ব প্রতিবেদক: উপজেলা পরিষদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা নিয়ে দোটানায় রয়েছে নির্বাচন কমিশন। কোন ধাপে কোন উপজেলায় ইভিএমে ভোট গ্রহণ হবে

‘আজ বিশ্ব বন্যপ্রাণী দিবস’

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব বন্যপ্রাণী দিবস আজ রোববার (৩ মার্চ’) বিপন্ন উপকূলের বন্যপ্রাণী। একটা সময় অহরহ বন্য প্রাণীর দেখা মিললেও এখন আর বন্যপ্রাণীদের দেখা মেলেনা। এখন

ইজতেমায় মুসল্লিদের যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনায় ডিএমপির নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আগামী ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমা-২০২৫ এবং আখেরি মোনাজাত (২ ফেব্রুয়ারি ও ৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে। ইজতেমায় বাংলাদেশ ছাড়াও বিশ্বের

‘অস্ত্র আমদানি ও সামরিক শক্তিতে এগিয়ে যেসব দেশ’

আন্তর্জাতিক ডেস্ক: ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত বিশ্বে সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশগুলো এশিয়া (মধ্যপ্রাচ্যসহ’) ও ওশেনিয়া অঞ্চলের। সুইডেনভিত্তিক ‘স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই)

১০ ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা আরএসএসের

নিজস্ব প্রতিবেদক: হিন্দু নিপীড়নের’ ভিত্তিহীন অভিযোগ তুলে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ (আরএসএস)। তারা ১০

বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে দুই সেনাসদস্যসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে মগবাজার এলাকায় ডাকাতি করার জন্য