ছাত্রদল পরিচয়ে’ ঢাকা টিটি কলেজে ফের গণরুম খুললো ছাত্রলীগের সাবেক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের (টিটি কলেজ) একমাত্র পুরুষ (স্নাতক)। হলে ফের চালু হয়েছে গণরুম কালচার। এ ঘটনায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া ২৯তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।

শিক্ষার্থীদের অভিযোগ, তারা নিয়ম মেনে হলের ভর্তি সম্পন্ন করার পরও তাদের কোনো সিট বরাদ্দ দেয়নি কলেজ প্রশাসন। সিটের কথা বললেই নানা তালবাহানা করে হল সুপার সহযোগী অধ্যাপক মোহাম্মদ আক্কাস আলী।

নবীন এক শিক্ষার্থী অভিযোগ করে বলেন, তারা হলের সিট চাইলে, হল সুপার সিনিয়রদের কাছে যেতে বলেন। পরে তারা বাধ্য হয়ে ইমিডিয়েট সিনিয়রদের শরণাপন্ন হলে তারাও রুম না দিয়ে গণরুমে তুলে দিয়েছে।

নবীন আরেক শিক্ষার্থী বলেন, ২৮তম ব্যাচের ভাইয়েরা তাদেরকে জোর করে গণরুমে দিয়েছে। তারা থাকতে চাইনি। তাদেরকে শৃঙ্খলা শেখানোর নামে র‍্যাগিং করে এবং মানসিক নির্যাতন করে।
এ বিষয়ে সিনিয়র ব্যাচের শিক্ষার্থী (২৮তম)। শেখ হান্নান বলেন, কলেজ প্রশাসনের গাফিলতির কারণে জুনিয়ররা তাদের কাছে আসছে এবং তারা নিরুপায় হয়ে তাদেরকে গণরুমে তুলে দিতে বাধ্য হয়েছে। তবে র‍্যাগিংয়ের বিষয়টি তিনি অস্বীকার করেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, দ্বিতীয় তালায় রিডিং রুমের পাশের গণরুম (মূলত হলের এটি গেস্টরুম) বলে পরিচিত রুমটিতে নবাগত শিক্ষার্থীরা অবস্থান করছেন। এর আগে রুমটি তালাবন্ধ ছিল। তবে ২৮তম ব্যাচের শিক্ষার্থী রওশন সম্প্রতি তালা ভেঙে রুমটিতে প্রবেশ করেছেন এবং এই গণরুম চালু করার নেপথ্যে কাজ করেছেন ২৩তম ব্যাচের শরীফ ও ২৫তম ব্যাচের ইভান ও আহমেদ মুসা। যারা বর্তমানে ছাত্রদলের ব্যানারে থাকলেও সাবেক ছাত্রলীগের কর্মী ছিলেন বলে একাধিক সূত্রে জানা নিশ্চিত হওয়া গেছে।

জানা গেছে, তারা নিষিদ্ধ সংগঠন কলেজ ছাত্রলীগের সাবেক কমিটির সভাপতি হাসিবুর রহমানের অনুসারী। এ বিষয়ে ২৩তম ব্যাচের শিক্ষার্থী শরীফ বলেন, আমি এ বিষয়ে জানি না, আমি কোনো নির্দেশ দেয়নি।
অন্য অভিযুক্ত ২৫তম ব্যাচের মুসা বলেন, শিক্ষার্থীরাই গণরুম চেয়েছে তাদের দাবির প্রেক্ষিতেই তাদের গণরুম দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ অধ্যাপক রিজিয়া সুলতানা অভিযোগ অস্বীকার করে বলেন, তার ক্যাম্পাসে কোনো গণরুম নেই, গণরুমে এক মাস আগেই তালা দিয়েছেন।

পরবর্তীতে গণরুম থাকার বিষয়টি স্পষ্টভাবে নিশ্চিত করা হলে তিনি তার অবস্থান পরিবর্তন করেন। তিনি জানান, ঘটনার সততা পেলে আজকের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জানতে হল সুপার মোহাম্মদ আক্কাস আলীকে বারবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
প্রসঙ্গত, গত ৯ নভেম্বর ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠার পর বাতিল হয়েছে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি। সেদিন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

এর আগে বিকেলে ‘ছাত্রদলের মিছিলে অংশ নিলেন ছাত্রলীগের একাধিক নেতা’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে’। এতে ছাত্রদলের মিছিলের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের অংশগ্রহণের খবর প্রকাশিত হয়।’
এ খবরের প্রতিক্রিয়ায় কেন্দ্রীয় ছাত্রদল সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শাখা ছাত্রদল কমিটি বিলুপ্ত ঘোষণা করে বলে জানা যায়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের মিছিল

ডেস্ক রিপোর্ট: জাতীয় স্মৃতিসৌধে বামের ব্যানারে আওয়ামী লীগের ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ মার্চ) স্মৃতিসৌধে তাদের বিভিন্ন স্লোগান দেওয়ার একটি ভিডিও ভাইরাল হয় সেখানে

সিরাজগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ- প্রকৃতি বাঁচলে-ক্ষুদ্র নৃ-গোষ্ঠী বাঁচবে আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে তরুণরাই মূল শক্তি “উপরোক্ত স্লোগান কে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশর ক্ষুদ্র

ওদের ছিলো এন্ড্রু কিশোর আমাদের আছে মশিউর – কবির বিন সামাদ

হঠাৎ করেই রিং বেজে উঠলো। অপরিচিত নাম্বার তবে মালয়েশিয়ার নাম্বার হওয়ায় নিঃসংকোচে ফোনটা রিসিভ করলাম। ওপাশের কন্ঠ থেকে ভেসে এলো দাদু আমি মশিউর রহমান। আমি

তিস্তা প্রকল্প চীনের পছন্দ হলেও ভারতের আপত্তি

নিজস্ব প্রতিবেদক: তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন যে তৎপর হয়েছে, সেটি আটকে আছে ভারতের আপত্তির কারণে। শেখ হাসিনার সরকার টানা

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি কমেছে’ ২৫%

ঠিকানা টিভি ডট প্রেস: মজুরি বৃদ্ধি, শ্রমিক আন্দোলন নানা চাপের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্রে গত বছরের তুলনায় পোশাক রপ্তানি কমেছে প্রায় ২৫ শতাংশ।

৮৫ লাখেরও বেশি উইন্ডোজ অচল

ঠিকানা টিভি ডট প্রেস: সাইবার সিক্যুরিটি ফার্ম ক্রাউডস্ট্রাইকের একটি কনটেন্ট কনফিগারেশন আপডেট করার সময় রিবুট স্পাইরালের প্রভাবে উইন্ডোজের সমস্যা তৈরি হয়। তারই প্রেক্ষিতে সম্প্রতি ৮৫