
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদল নেতা সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার তামিম হাওলাদারের গ্রামের বাড়িতে আগুন দিয়েছে স্থানীয় একদল বিক্ষুব্ধ জনতা।
বুধবার রাত ৭টায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দী এলাকায় তার বাড়িতে আগুন দেওয়া হয়।’
মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান বলেন, সন্ধ্যার পর আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছার আগেই দুটি বসতঘর পুড়ে যায়। কারা আগুন দিয়েছে তাদের পরিচয় এখনও জানা যায়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। কোনো হতাহতের খবর পাইনি।
মঙ্গলবার রাত ১২টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। এ ঘটনায় বুধবার সকালে নিহতের বড় ভাই শরীফুল ইসলাম শাহবাগ থানায় ১০-১২ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলার অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেপ্তারের পর কারাগার পাঠানো হয়। তারা হলেন- তামিম হাওলাদার, সম্রাট মল্লিক ও পলাশ সরদার।
তাদের মধ্যে তামিম হাওলাদারের বাড়ি মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নে ব্রাহ্মন্দীতে। ওই এলাকার এরশাদ হাওলাদারের ছেলে আসামি তামিম।’