শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম): বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ ডিসেম্বর) বিকেলে ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এ কমিটি গঠন করা হয়। এর পূর্বে ২০২৫-২৬ সেশনের জন্য আমীর নির্বাচিত হয়েছেন মাষ্টার আব্দুর রশীদ ছানুবী। সেক্রেটারী নির্বাচিত হয়েছেন মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন ফয়সাল।
কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- নায়েবে আমীর মাওলানা ফরিদ আহমদ, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মদ ইমরানুল হক রাশেদ, বায়তুলমাল সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাও. হাফেজ সিদ্দিক আহমেদ, যুব বিভাগীয় সম্পাদক মুহাম্মদ হাসান, শ্রম বিভাগীয় সম্পাদক মাওলানা মুহাম্মদ হোসাইন।
আমীর এবং শুরা সদস্য নির্বাচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুর রহিম ছানুবী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা শহিদুল্লাহ।
ইউনিয়নের শুরা, কর্ম পরিষদ সদস্যদের শপথ বাক্য পাঠ করান ইউনিয়ন আমীর মাষ্টার আব্দুর রশীদ ছানুবী।
২০২৫-২৬ সেশনের জন্য ছনুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর ৭ সদস্য বিশিষ্ট কর্মপরিষদ গঠন করা হয়।