নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ চৌহালী উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান নিজেই মাঠে নেমে বাজার মনিটরিং করছেন, যা এলাকাবাসীর মাঝে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে।
সম্প্রতি তাঁর নেতৃত্বে স্থানীয় বাজারগুলোতে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য যাচাই, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বিক্রেতাদের ন্যায্য মূল্য নির্ধারণ ও মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেন এবং ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান।
এমন মনিটরিং কার্যক্রমের ফলে বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকছে এবং ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করতে বাধ্য হচ্ছেন। সাধারণ জনগণ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং প্রশাসনের এমন সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান, “জনগণের স্বার্থেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। কেউ যদি অসাধু ব্যবসা করেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, এই ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে বাজারে সঠিক প্রতিযোগিতা বজায় থাকবে এবং সাধারণ মানুষ সঠিক মূল্যে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।