
আব্দুল লতিফ চৌহালী-বেলকুচি সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় শিশু সুরক্ষা ও জীবন রক্ষাকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের সম্মানিত পরিচালক মোঃ মহিউদ্দিন।
ইসলামিক ফাউন্ডেশন চৌহালী উপজেলার ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ শাহীন সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা মডেল মসজিদের সম্মানিত পেশইমাম মোঃ তরিকুল ইসলাম ও চৌহালী উপজেলার মডেল কেয়ারটেকার মোঃ আব্দুল লতিফ সহ চৌহালী উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ৪০ জন শিক্ষক, ইমাম ও কওমি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষিকাগণ।