আব্দুর রাজ্জাক বাবু,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে পুলিশের অভিযানে ৮০ পিস ইয়াবাসহ এক পান ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২ নভেম্বর) ভোর সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভোর সারে তিনটার দিকে উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ একজনকে আটক করা হয়।
আটককৃত মো. বিল্লাল হোসেন (৩৫)। তিনি উপজেলার খাষকাউলিয়া ইউনিয়নের নুরু মিয়ার ছেলে এবং স্থানীয় জোতপাড়া বাজারের পান ব্যবসায়ী।
চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোদালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তার শরীর তল্লাশি করে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পান ব্যবসার আড়ালে মাদক ব্যবসা করে আসছিলেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আসামিকে আদালতে প্রেরন করা হয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.