নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় স্বপ্ন শিখর ফাউন্ডেশনের উদ্যোগে বৃহস্পতিবার সকালে রিয়াজুল জান্নাত প্রিপারেটরী স্কুল অডিটোরিয়ামে প্রথমবারের মতো শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয় , চুয়াডাঙ্গা মির্জা শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের জেনারেল অফিসার ইমরান হোসাইন।
আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদকপ্রাপ্ত ও Calibrator-Z এর প্রতিষ্ঠাতা মারুফ মিয়া এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম খান মামুনসহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী ও এলাকার স্বনামধন্য শিক্ষকগণ। প্রোগ্রামে ক্যারিয়ার ও উচ্চ শিক্ষা বিষয়ক দিকনির্দেশনা প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর উপস্থিতিতে অনুষ্ঠানটি বাস্তবায়িত হয়। শিক্ষার্থীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।
তারা পরবর্তীতে এরকম প্রোগ্রামের আশা করেছেন। স্বপ্ন শিখর ফাউন্ডেশনের কর্তৃপক্ষের কাছে জানা যায় তারা শিক্ষার্থীদের চাহিদার আলোকে বিভিন্ন কুইজ প্রতিযোগিতা, অলিম্পিয়াড , বিজ্ঞান প্রতিযোগিতা ও উচ্চ শিক্ষাবিষয়ক বিভিন্ন সেমিনার বাস্তবায়ন করবে । এর প্রতিষ্ঠাতা মারুফ মিয়া এবং সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নাঈম খান মামুনসহ এলাকার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থী ও এলাকার স্বনামধন্য শিক্ষকগণ।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.