
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি)র প্রকল্প, ফেইজ-২ উপজেলা শিশু কল্যাণ বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৫ অক্টোবর সকাল ১১ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে শিশু কল্যাণ বোর্ডের প্রথম জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও (ভার:) শওকত মেহেদী সেতুর সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মামুনুর রহমানের সঞ্চালনে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শামীম জাহিদ তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: ফকির আব্দুল্লাহ আল মামুন,থানার উপ পরিদর্শক এসআই আনিসুর রহমান, সাবেক প্রকৌশলী সেরাজুল ইসলাম ও শিশু সুরক্ষা-সমাজকর্মী গোলাম রব্বানী প্রমুখ।