
চৌহালী সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোড়জান ইউনিয়নে চরজাজুরিয়া গ্রামের হাসমত আলীর ছেলে ফটিক সরকার নামের এক কৃষকের খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২০ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ঘোড়জান ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রমজান আলী বিষয়টি নিশ্চিত করেন। মানবাধিকার কর্মী ও সাংবাদিক রাসেল সরকার জানান, স্থানীয় লোকজনের সহায়তায় মসজিদের মাইকে অ্যালাউন্স করে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আর এরই মধ্যে পুরো খড়ের পালা পুড়ে ছাই হয়ে যায়।
ফটিক সরকার বলেন, বাড়ির সামনে রাস্তার ধারে তাঁর একটি বড় খড়ের গাদা ছিল। শুক্রবার রাতে খড়ের গাদায় কে বা কারা আগুন দেন তা তিনি দেখেননি। আগুনে আমার প্রায় ৪০ হাজার টাকা ক্ষতি হয়েছে। আমার কয়েকটি গবাদিপশুকে এখন কি খাওয়াবো বুঝতে পারছি না।এছাড়াও আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান।তবে কি কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে বিষয়ে জানা যায়নি তদন্ত চলছে।