নিজস্ব প্রতিবেদক: বৈষম্য বিরোধী, ন্যায় ও ইনসাফ ভিত্তিক কল্যাণমুখী রাষ্ট্র কায়েম ও সকল শহীদ ও আহতদের স্মরণে আগামী ১১ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের চৌহালী উপজেলা জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে।
চৌহালী উপজেলা সদরে অবস্থিত মেজর (অব:) মনজুর কাদের কারিগরি কলেজ মাঠের কর্মী সম্মেলন সফল করতে শুক্রবার জোতপাড়া বাজার ও কে আর পাইলট মোড় এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিলি করে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংযোগে চৌহালী উপজেলা জামায়াতের আমীর মাও.আবু সাইদ মো.ছালেহ, বায়তুলমাল সেক্রেটারি আঃ হালিম আনসারী, উপজেলা যুব বিভাগের সভাপতি আনোয়ার হোসেন মতিউল্লাহ, খাষকাউলিয়া ইউনিয়ন সভাপতি গোলাম সরোয়ারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।