চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীর শৈলজানা গ্রামে জমিতে ঘাস কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত মো.মোন্নাফ মোল্লা (৪০) চৌহালীত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছে । এ ঘটনায় থানায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
সোমবার বিকেলে উপজেলার শৈলজানা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত মো. মোন্নাফ মোল্লা (৪০) উপজেলার একই এলাকার মৃত জয়নালের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে আ:মোন্নাফ মোল্লা( ৪০) নিজের জমিতে গরু ঘাস কাটতে গেলে। বিবাদী আবু দাউদ মাষ্টার ৬০,পিং মৃত সমশের ক্বারী,শওকত আলী ৩৫ পিং মৃত সমশের আলী, আখের আলী পিতাঃ মৃত আমানত, দেলোয়ার ৩০,পিং সমশের আলী। একই গ্রামে শৈলজানা একদল দাঙ্গাবাজ সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালিয়ে মোন্নাফ কে আহত করে দুই লাখ টাকা নিয়ে আসামিগনকে হত্যার হুমকি দিয়ে চলে যায় আসামিরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলা শৈলজানা গ্রামে মোন্নাফের জমিতে লাগানো ঘাস কাটেন মোন্নাফ নিজেই । এ ঘাস কাটাকে কেন্দ্র করে কয়েকজন তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে মুন্নাফ গুরুতর আহত হলে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে তাকে ভর্তি করে তার অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করে রাখেন। বর্তমানে তিনি গুরুতর অবস্থায় মৃত্যুর সাথে সাথে পাঞ্জা লড়ছে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জিয়াউর রহমান বলেন, থানায় অভিযোগ আসলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা এবং ওই ব্যক্তির সুচিকিৎসার পরামর্শ দেন। এদিকে থানায় অভিযোগ পাওয়ার বিষয় সত্যতা নিশ্চিত করেন, থানার তদন্ত ওসি এম শাখাওয়াত হোসেন।