নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে দায়ের করা চেক জালিয়াতির মামলায় ইভ্যালির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের উভয়কে এক লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ জুন) দুপুরে চট্টগ্রামের যুগ্ম-মহানগর জজ মো. মহিউদ্দীন এ রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর এম এস হোসেন সাহেদ বলেন, '২০২১ সালে জসিম উদ্দিন আবিদ নামে এক ব্যক্তি ইভ্যালির সিইও রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একলাখ ৮০ হাজার টাকার একটি চেক ডিজঅনার মামলা করেছিলেন। এ মামলায় ইভ্যালির রাসেল-শামীমা দম্পতিকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে চেকের সমপরিমাণ একলাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'
বাদীপক্ষের আইনজীবী শাহরিয়ার তানিম বলেন, 'মামলার শুরু থেকেই রাসেল-শামীমা দম্পতি আদালতে অনুপস্থিত ছিলেন। আজ তাদের অনুপস্থিতিতেই মামলার রায় দিয়েছেন বিচারক।
উল্লেখ্য, ইভ্যালির এক গ্রাহকের অভিযোগের ভিত্তিতে ২০২১ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুর থেকে রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে র্যাব। এর পর বিভিন্ন মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।'
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.