সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর বিরুদ্ধে পক্ষপাতিত্ব করে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা শুকুর আলীর পক্ষের মামলা গ্রহণের অভিযোগ উঠেছে।
ব্যবসায়ী আমির হামজা অভিযোগ করেন, স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শুকুর আলীর কাছে ৯৬ লাখ টাকা পাওনার বিপরীতে একটি চেক পেয়েছিলেন। তবে চেকের অ্যাকাউন্টে টাকা না থাকায় গত ২০ জুলাই জনতা ব্যাংক বাঘাবাড়ি শাখায় ডিজঅনার স্লিপ নিতে গেলে শুকুর আলী ও তার অনুসারীরা হামলা চালায়। তার ভাতিজা সেলিম চেকটি ছিঁড়ে ফেলে এবং তাকে চেয়ার ও হাতুড়ি দিয়ে মারধর করা হয়।
ঘটনার পরদিন ব্যাংক কর্তৃপক্ষ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও ওসি মামলা গ্রহণে অস্বীকৃতি জানান। অথচ একইদিনে শুকুর আলীর পক্ষের একজনের মাথা ফেটে যাওয়ার ঘটনায় ওসি মামলা গ্রহণ করেন।
ব্যাংকের সিনিয়র অফিসার মো. হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজঅনার স্লিপ তৈরির সময় হামলার ঘটনাটি ঘটেছে। ব্যাংকের ম্যানেজার আলমগীর হোসেন জানান, থানায় মামলা নিতে না পারায় বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন।
এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোসলেম উদ্দীন আদালতে দায়ের করা মামলাটি আমলে নিয়ে শাহজাদপুর থানাকে এটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।
তবে ওসি আসলাম আলী বলেন, দুই পক্ষের ঘটনাই তদন্তাধীন রয়েছে। শুকুর আলীর পক্ষের মামলা গ্রহণ করা হলেও ব্যাংক কর্তৃপক্ষ আদালতে গেছেন। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, মামলার গ্রহণযোগ্যতা নির্ধারণ করা ওসির এখতিয়ার। তবে অভিযোগের বিষয়ে তদন্ত করা হবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.