চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে অভিযান চালিয়ে আনুমানিক ২২ লাখ টাকার ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৬ ব্যাটালিয়নের সদস্যরা। তবে এ ঘটনায় কাওকে আটক করতে পারেনি বিজিবি।
শনিবার সকালে জেলার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত থেকে এসব রুপা উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা- ৬ বিজিবির সহকারী পরিচালক হায়দার আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির- ৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারেন দামুড়হুদা সীমান্ত দিয়ে রুপা চোরাচালান হবে। এমন তথ্যের ভিত্তিতে দামুড়হুদার জগন্নাথপুর বিওপির ঈষাড়ার মোড় এলাকয় বিজিবির একটি টিম অ্যাম্বুশ করে।
শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দুই ব্যাক্তি মোটরসাইকেল যোগে সীমান্ত এলাকার দিকে যাচ্ছিলো। এসময় বিজিবির সদস্যরা তাদেরকে থামার সংকেত দিলে তারা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সদস্যরা ওই দুই ব্যাক্তিকে ধাওয়া করে। একপর্যায়ে ওই দুই ব্যাক্তি মটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
এসময় বিজিবি ওই মটরসাইকেলটি জব্দ করে তল্লাশি করলে মটরসাইকেলে ভিতরে অভিনব কায়দায় রাখা ৮ কেজি ৯শ' গ্রাম ভারতীয় দানাদার রুপা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২১ লাখ ৯৪ হাজার ৯শত টাকা।
এ ঘটনায় বিজিবির জগন্নাথপুর বিওপির নায়েব সুবেদার আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় একটি জিডি করেন। উদ্ধারকৃত রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.