চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় সার ও কীটনাশকের দোকানে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রি এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে সার বিক্রির অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত সদর উপজেলার বোয়ালিয়া ও হিজলগাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। নেতৃত্ব দেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান শেষে তিনি জানান, সার, কীটনাশক ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানগুলোতে মূল্যতালিকা প্রদর্শন এবং পণ্যের মান সরেজমিনে যাচাই করা হয়। এসময় মেসার্স রফিকুল ট্রেডার্সের সত্ত্বাধিকারী রফিকুল ইসলামকে ৪০ হাজার টাকা এবং মেসার্স রহমান ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. সেলিম উদ্দীনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮, ৪০ ও ৫১ ধারায় এই শাস্তি প্রদান করা হয়। এছাড়া, সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স গ্রহণপূর্বক ক্রয়-বিক্রয় পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সহায়তা করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.