
চুয়াডাঙ্গা প্রতিনিধি: (১৪.০১.২৪) চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শ্রমিক আহত হয়। আজ রবিবার সকালে পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলি চাঁপাইনবাবগঞ্জের রামপুর গ্রামের কুরবান আলির ছেলে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার ইকবাল মাহমুদ টিটুর নির্মানাধীন বাড়িতে কয়েক জন শ্রমিক লিফটের কাজ করছিলেন। ৭ তলায় লিফটের কাজ করছিল উত্তম ও ইয়াছিন আলি নামের দুই শ্রমিক। এ সময় লিফট ছিঁড়ে দুই জন শ্রমিক নিচে পড়ে যায়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলিকে মৃত ঘোষাণা করেন। আহত উত্তমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।