চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনে লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু। আহত -১

চুয়াডাঙ্গা প্রতিনিধি: (১৪.০১.২৪) চুয়াডাঙ্গায় নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফট ছিঁড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় অপর এক শ্রমিক আহত হয়। আজ রবিবার সকালে পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলি চাঁপাইনবাবগঞ্জের রামপুর গ্রামের কুরবান আলির ছেলে।

চুয়াডাঙ্গা পৌর এলাকার পুরাতন হাসপাতাল পাড়ার ইকবাল মাহমুদ টিটুর নির্মানাধীন বাড়িতে কয়েক জন শ্রমিক লিফটের কাজ করছিলেন। ৭ তলায় লিফটের কাজ করছিল উত্তম ও ইয়াছিন আলি নামের দুই শ্রমিক। এ সময় লিফট ছিঁড়ে দুই জন শ্রমিক নিচে পড়ে যায়। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক ইয়াছিন আলিকে মৃত ঘোষাণা করেন। আহত উত্তমকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

‘আপনি সেবক, দেশের মালিক না

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ধানের শীষ আর পেটের বিষ ওটার আর খুব বেশি দরকার নেই। জামায়াত-ধানের শীষ বাদে বাকিদের সঙ্গে রাজনৈতিক আচরণ করুন। আপনার অনেক আচরণ রাজনৈতিক আচরণ হচ্ছে না। গত পাঁচ বছরে একটি রাজনৈতিক দলের সঙ্গেও বসেননি, কথা বলেননি। দেশ চালাবেন আর দেশে রাজনীতি হবে না, তাহলে দেশ চালাতে পারবেন না। আপনি দেশের মালিক না, দেশের সেবক। সেটা মনে রাখবেন।   সোমবার (৯ অক্টোবর) ময়মনসিংহ নগরীর টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে বৃহত্তর ময়মনসিংহের প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, ভোটে কে এলো কে এলো না, ভোটে আমেরিকা-জার্মান-কানাডা-ইংল্যান্ড কী করল এগুলো বড় কথা নয়। দেশের শতকরা ৭০-৭৫ ভাগ ভোটার যদি ভোটকেন্দ্রে যায়, তারা যদি ভোট দিতে পারে তাহলে আমেরিকা যদি তার দেশ নিয়েও আমাদের ওপরে আসে তাহলে কিছু করতে পারবে না।   বঙ্গবীর বলেন, এজন্য বোন (শেখ হাসিনা) আপনাকে আমি অনুরোধ করি আপনি ভোট সুষ্ঠু করার চেষ্টা করবেন। মানুষ যেন ভোট দিতে যেতে পারে এ ব্যাপারে হেল্প করবেন। ভোটারদের ফেরাবেন না।   বঙ্গবীর আরও বলেন, জিয়া, এরশাদ ও খালেদা জিয়ার আমলে দুষ্কৃতকারী ছিলাম। আজকে আমার বোন শেখ হাসিনার আমলেও সরকারি খাতায় দুষ্কৃতকারী। আমি জানতে চাই এই দুষ্কৃতকারী কবে দূর হবে। বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করে আমি অন্যায় করেছি না ন্যায় করেছি এই কথা শেখ হাসিনাকে বলতে হবে। বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করা যদি অন্যায় হয় সেটা বলেন, আমাদেরকে ফাঁসি দেন। সবার আগে আমাকে ফাঁসি দেন, তারপর আমার ভাই লতিফ সিদ্দিকীকে দেন।   ময়মনসিংহ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, মঞ্জুরুল ইসলাম বিমল, জোবাইদুল ইসলাম বাবু, রিগ্যাম মামুন, আবু সুফিয়ান প্রমুখ।

সিরাজগঞ্জে নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ

নজরুল ইসলাম: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সকে স্নাতক বা ডিগ্রির সমমান করার দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শিগগিরই দাবি

‘যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি’) বিকেলে তিনটায় রাজধানীর গুলশানের

মোল্লা কলেজ থেকে কোটি কোটি টাকার সম্পদ লোপাট হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ড.মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হবে উল্লেখ করেছেন ওয়ারি বিভাগের উপ-পুলিশ কমিশনার ছালেহ উদ্দিন। এসময়

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

রাজশাহীর হত্যা মামলায় রায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও এক আসামীর তিন বছরের কারাদন্ড

তানজিলা আক্তার রাজশাহী, প্রতিনিধি: রাজশাহী, ১৫ মে ২০২৪ রাজশাহীর বাঘা থানার চাঞ্চল্যকর এক হত্যা মামলার রায়ে দুইজনকে মৃত্যুদন্ড ও আরেক আসামীকে তিন বছরের সশ্রম কারাদন্ড