‘চুক্তি পেতে চার সচিবের দৌড়ঝাঁপ’

নিজস্ব প্রতিবেদক: চুক্তিভিত্তিক নিয়োগে থাকা দুইজন সচিব এবং চাকরির মেয়াদ প্রায় শেষ হওয়া দুই সচিব মোট চারজন সচিব চুক্তিভিত্তিক নিয়োগ পেতে মরিয়া তৎপরতা চালাচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় দেন দরবার করছেন বলেও একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। চুক্তিভিত্তিক নিয়োগের বিরুদ্ধে প্রশাসনের মধ্যে এক ধরনের অসন্তোষ এবং অস্বস্তি রয়েছে। এ রকম বাস্তবতাতেও সাম্প্রতিক সময়ে রেল সচিবের চুক্তি নবায়ন করা হয়েছিল। এখন আবার চারজন সচিব তাদের চুক্তিভিত্তিক নিয়োগের জন্য দরবার করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

যারা চুক্তিভিত্তিক নিয়োগ পেতে মরিয়া চেষ্টা করছেন তাদের মধ্যে রয়েছেন; গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন। কাজী ওয়াছি উদ্দিনের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ১০ মার্চ। নতুন করে তার যেন চুক্তি নবায়ন হয় সে জন্য তিনি বিভিন্ন জায়গায় চেষ্টা করছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন। আর তার চুক্তি নবায়ন হবে কি না এই বিষয়টি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে। তবে তার আগে যিনি গণপূর্ত সচিব ছিলেন, তিনি চুক্তিভিত্তিক নিয়োগের হ্যাটট্রিক পূর্ণ করেছিলেন। এবার কাজী ওয়াছি উদ্দিনের কি হয় সেটাই দেখার বিষয়।

পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এ বি এম আজাদও চুক্তিভিত্তিক নিয়োগের জন্য চেষ্টা করছেন। আগামী ১৪ এপ্রিল তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা। চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এক বছরের জন্য তাকে চুক্তিতে নিয়োগ করা হয়েছিল। এখন তাকে বিভিন্ন জায়গায় সরব দেখা যাচ্ছে। তার সংশ্লিষ্ট মন্ত্রী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে তিনি চুক্তি ভিত্তিক নিয়োগ পাওয়ার জন্য জোর তৎপরতা চালাচ্ছেন।

পরিকল্পনা কমিশনের সদস্য এ কে এম ফজলুল হকের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ৪ মার্চ। তিনিও শেষ মুহূর্তে চুক্তিভিত্তিক নিয়োগ লাভের জন্য চেষ্টা করছেন। এই মুহূর্তে পরিকল্পনা কমিশনে তার থাকাটা জরুরি এমন একটি বার্তা তিনি বিভিন্ন মহলে দেওয়ার চেষ্টা করছেন বলে জানা গেছে। তবে দায়িত্বশীল একাধিক সূত্র জানিয়েছেন যে শেষ পর্যন্ত তার চুক্তিভিত্তিক নিয়োগ লাভের সম্ভাবনা খুবই কম। কারণ পরিকল্পনা কমিশনের সদস্য পদটি কোনভাবেই চুক্তিভিত্তিক নিয়োগের জন্য অপরিহার্য নয়। তবে বাংলাদেশে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে একটি মহামারির মতো ব্যাধি তৈরী হয়েছে। সে ক্ষেত্রে শেষ পর্যন্ত যদি তিনি চেষ্টা তদবিরে সফল হন, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না।’

ওয়াহিদা আক্তার এক সময় প্রধানমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি কৃষি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ওয়াহিদা রহমানের চাকরির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ১২ মার্চ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগের জন্য চেষ্টা করছেন বলে জানা গেছে। একাধিক সূত্র বলছেন যে, তার চুক্তিভিত্তিক নিয়োগ লাভের সম্ভাবনা রয়েছে। তবে সচিবালয়ের মধ্যে চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে একটি ঐকমত প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে যে সমস্ত কর্মকর্তারা এখন অতিরিক্ত সচিব হয়ে আছেন এবং যাদের চাকরির মেয়াদ এক বছর বা তার অল্প সময় বাকি আছে তারা এই চুক্তিভিত্তিক নিয়োগের ঘোরতর বিরোধী। এখন অনেক অতিরিক্ত সচিব রয়েছেন তারা সবাই চুক্তিভিত্তিক নিয়োগের ঘোর বিরোধীতা করছেন। কারণ তারা মনে করেন যে, চুক্তিভিত্তিক নিয়োগ হলেই তাদের পদোন্নতি বাধা হয়ে যায়।

চাকরির মেয়াদ আছে কিন্তু এখনই চুক্তিভিত্তিক নিয়োগের ব্যাপারে তৎপর এরকম আরও কয়েকজন সচিবের খবর পাওয়া গেছে। মোসাম্মৎ হামিদা বেগম যিনি পল্লী উন্নয়ন সচিব হিসেবে কাজ করছেন তার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা আগামী ১ মে। তিনিও চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন কি না তা নিয়ে নানা রকম মহলে গুঞ্জন রয়েছে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ লাভের ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন আর্থিক বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ২০ মে তার চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তিনি চুক্তিভিত্তিক নিয়োগের জন্য বিভিন্ন জায়গায় দেন দরবার করছেন বলেও খবর পাওয়া গেছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সরকারি সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। রোববার (২৪ নভেম্বর)। কলেজের অধ্যক্ষ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধ ঘোষণা করা হয়। এতে

২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন: ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানে নিহতদের জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিন। এ অভ্যুত্থানে দেশের সকল শ্রেণীর মানুষ অংশ গ্রহণ

সৌদি আরবেই হচ্ছে ২০৩৪ বিশ্বকাপ

অনলাইন ডেস্ক: ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের পথে ইতিহাস গড়েছে সৌদি আরব। বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি নাম্বার পেয়েই এই টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। পাশ্চাত্যের কিছু দেশের

যমুনা সেতুতে এক দিনে ৩২ হাজার যানবাহন পারাপার, টোল আদায় ২.১৩ কোটি টাকা

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহার ছুটি শেষে রাজধানীমুখী মানুষের চাপ বাড়তে শুরু করেছে যমুনা সেতুতে। বুধবার (১১ জুন) ২৪ ঘণ্টায় সেতু দিয়ে পারাপার হয়েছে ৩১ হাজার

৪ জলদস্যুর ছবি প্রকাশ্যে

নিজস্ব প্রতিবেদক: ভারত মহাসাগরে এমভি আবদুল্লাহ নামের বাংলাদেশি জাহাজটি মঙ্গলবার (১২ মার্চ) দুপুরে সোমালিয়ার জলদস্যুদের ছিনতাইয়ের কবলে পড়ে। জাহাজে থাকা ২৩ বাংলাদেশি নাবিককে জিম্মি করে

ভোলায় অজ্ঞাত রোগে স্কুল শিক্ষার্থীরা, স্পর্শ করলেই অসুস্থ হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: ভোলায় সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল শিক্ষার্থীদের অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। আক্রান্ত শিশুকে, যেই স্পর্শ