অনলাইন ডেস্ক: ইরানের তিনটি পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় মাত্র একটি কেন্দ্রে উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে নতুন এক গোয়েন্দা মূল্যায়নে উঠে এসেছে। তবে তেহরান যদি পরমাণু চুক্তি পুনরায় আলোচনায় না বসে, তাহলে ইরানের আরও দুটি স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের।
বৃহস্পতিবার (১৭ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ-এর বরাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল।
প্রতিবেদনে বলা হয়, গত জুনে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, ইসফাহান ও নাতাঞ্জ পরমাণু স্থাপনায় হামলা চালায়। এনবিসি জানিয়েছে, মার্কিন বর্তমান ও সাবেক কর্মকর্তাদের ভাষ্যমতে, ওই হামলায় তিনটির মধ্যে শুধু ফোরদোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম প্রায় দুই বছর পিছিয়ে দেওয়া সম্ভব হয়েছে। অন্য দুটি কেন্দ্রে ক্ষয়ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কম ছিল।
গোয়েন্দা মূল্যায়নে আরও বলা হয়েছে, ইসফাহান ও নাতাঞ্জ স্থাপনাগুলোর কার্যক্রম ইরান কয়েক মাসের মধ্যে পুনরায় শুরু করতে সক্ষম হতে পারে।
এনবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরান যদি পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় না ফেরে, তবে ইসফাহান ও নাতাঞ্জ স্থাপনাগুলোতে পুনরায় হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভ্যন্তরে উচ্চ পর্যায়ের আলোচনা চলছে।
এদিকে ইরান শুরু থেকেই বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.