অনলাইন ডেস্ক: চীন ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাড়তে থাকা ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান। তিনি বলেছেন, এই ঘনিষ্ঠতা ভারতের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ হতে পারে।
মঙ্গলবার (৮ জুলাই) ভারতের চিন্তক প্রতিষ্ঠান অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন (ওআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন জেনারেল চৌহান। তিনি বলেন, “চীন, পাকিস্তান ও বাংলাদেশ নিজেদের স্বার্থে একে অন্যের প্রতি ঝুঁকছে। এই মেলবন্ধন ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করছে।”
তিনি আরও বলেন, ভারত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সংকট বহিরাগত শক্তিকে প্রভাব বিস্তারের সুযোগ দিচ্ছে। ঋণ-কূটনীতির মাধ্যমেও এসব শক্তি ভারতের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব ফেলছে। সরকারের বারবার পরিবর্তন এবং আদর্শগত বিচ্যুতি এ অঞ্চলে অনিশ্চয়তা বাড়াচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
জেনারেল চৌহান জানান, সম্প্রতি চীনে আয়োজিত এক সম্মেলনে চীন, পাকিস্তান ও বাংলাদেশের কর্মকর্তারা একসঙ্গে অংশ নিয়েছেন। এতে এই তিন দেশের রাজনৈতিক ঘনিষ্ঠতা নতুন মাত্রা পেয়েছে বলেই মনে করছেন তিনি।
বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি উল্লেখ করেন, শেখ হাসিনার সরকারের পতনের পর দেশটির সঙ্গে ভারতের সম্পর্কে অবনতি ঘটেছে। সেই সুযোগে চীন ও পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে, যা ভারতের জন্য উদ্বেগজনক।
পাকিস্তান-ভারত সাম্প্রতিক উত্তেজনায় চীনের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “চীন পাকিস্তানকে কীভাবে সহায়তা করেছে, তা বলা কঠিন হলেও পাকিস্তানের প্রতিরক্ষা সরঞ্জামের বড় অংশই চীন থেকে আসে। ফলে সংঘাতকালীন সময়ে চীনের উপস্থিতি অস্বাভাবিক নয়।”
ভারতের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, আঞ্চলিক ভূরাজনীতিতে এ ধরনের মেরুকরণ ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.