‘চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মরিয়া বিএনপি’

নিজস্ব প্রতিবেদক: বিএনপি তার কূটনৈতিক সম্পর্কের নতুন মেরুকরণ করার চেষ্টা করছে। একদিকে ভারত বিরোধিতা, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর অভিমান, পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এই ত্রিমুখী কৌশল গ্রহণ করেছে নির্বাচনী কৌশলে শোচনীয়ভাবে ব্যর্থ হওয়া বিএনপি। নির্বাচনের আগে বিএনপির কূটনৈতিক কৌশল ছিল পুরোপুরি ভাবে পশ্চিমা মুখী। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন পশ্চিমা দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নই ছিল তাদের প্রধান লক্ষ্য।

বিএনপির নেতারা মনে করেছিল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বিএনপির প্রতি সহানুভূতি দেখাবে। একতরফা নির্বাচনকে স্বীকৃতি দেবে না। বাংলাদেশের ওপর নানা রকম নিষেধাজ্ঞা আরোপ করবে। ফলে বিএনপির জন্য আওয়ামী লীগের পতন ঘটানো সহজতর হবে। সেই প্রত্যাশা থেকেই তারা অনড় অবস্থানে ছিল। কিন্তু ২৮ অক্টোবরের পর থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য তাদের অবস্থান পরিবর্তন করে। বিশেষ করে বিএনপির সন্ত্রাস, সহিংস তৎপরতাকে তারা প্রত্যাখ্যান করে এবং বাংলাদেশের ৭ জানুয়ারির নির্বাচনকে সবগুলো দেশই স্বীকৃতি দিয়েছে। বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছে সব দেশ। এরকম বাস্তবতায় বিএনপি মনে করছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে এক রকমের বিশ্বাসভঙ্গ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে ভারতের পক্ষ হয়ে আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনার নীলনকশা বাস্তবায়নে ভূমিকা রেখেছে। এ কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এখনকার সম্পর্ক বিএনপির আগের মতো নেই। বরং একটা শীতল পরিস্থিতি বিরাজ করছে দুই পক্ষের সম্পর্কের মধ্যে। এরকম বাস্তবতায় মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আগের মতো আর নির্ভরশীল থাকতে চায় না বিএনপি।’

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকাতেও বিএনপির নেতৃবৃন্দ হতাশ। আর এ কারণে বিএনপি তার পুরনো কূটনৈতিক কৌশলে ফিরে যাচ্ছে। ঐতিহাসিকভাবে বিএনপির কূটনৈতিক অবস্থান ছিল ভারত বিরোধী, চীন মুখী। বিএনপিতে একটা সময় প্রচুর চৈনিক বামদের অনুপ্রবেশ ঘটেছিল। বিশেষ করে তরিকুল ইসলাম, আব্দুল মান্নান ভূঁইয়া, নজরুল ইসলাম খান, ফখরুল ইসলাম আলমগীরের মতো চৈনিক বামরা বিএনপিকে প্রাচ্য কূটনৈতিক নীতিতে আগ্রহী করে তুলেছিল। চীন, জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করা, ভারত বিরোধিতার রাজনীতিকে বাংলাদেশে জাগিয়ে তোলাই ছিল তাদের কৌশল। কিন্তু আস্তে আস্তে বিএনপি সেই অবস্থান থেকে সরে আসে। ভারতের সঙ্গে এক ধরনের প্রকাশ্য হলেও সুসম্পর্ক রাখার নীতি গ্রহণ করেছিল। কিন্তু এখন নির্বাচনের পর বিএনপি সরাসরি ভাবে ভারত বিরোধী অবস্থানে চলে গেছে।

বিএনপির একাধিক নেতা মনে করেন যে, বিএনপির এই অবস্থার জন্য ভারত দায়ী। আওয়ামী লীগ আবার ক্ষমতায় এসেছে ভারতের কারণে। এ নিয়ে কোন রাখঢাক ছাড়া তারা সরাসরি কথা বলেন। আর এ কারণেই তারা এখন চীনের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে আগ্রহী।’

সাম্প্রতিক সময়ে বিএনপির একাধিক নেতা চীনের সঙ্গে যোগাযোগ করেছেন। বিএনপির হাইকমান্ড থেকে বার্তা দেওয়া হয়েছে যে, চীনের সঙ্গে যাদের পুরনো সম্পর্ক রয়েছে সেই সম্পর্কগুলোকে ঝালিয়ে নেওয়া। এ ছাড়াও বিএনপির সঙ্গে যারা যৌথ আন্দোলন করছে সে আন্দোলন অংশীদারদের মধ্যে যারা চীনপন্থী রয়েছেন তাদের মাধ্যমেও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক করতে চায় বিএনপি। বিএনপি মনে করছে যে, সরকারের সঙ্গে চীনের একটা অনিবার্য দূরত্ব তৈরি হবে। কারণ ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নের জন্য বাস্তব প্রেক্ষাপটেই চীনের সঙ্গে তাদের সম্পর্কের অবন্নতি ঘটবে। এই বাস্তবতায় তারা চীনকে পাশে পেতে চাইছে।

বিএনপির অনেক নেতাই মনে করেন যে, পাকিস্তানে পিটিআই যেভাবে চীনের সঙ্গে সম্পর্ক রেখেছিল বা মালদ্বীপে যেভাবে চীন ভারতকে রূখে গিয়েছে ঠিক সেভাবে তারা বাংলাদেশে চীনা রাজনৈতিক ধারার এবং চীনের প্রিয় এবং বিশ্বস্ত রাজনৈতিক অংশীদার হতে পারে। আর এ লক্ষ্যেই এখন বিএনপি নীরবে কাজ করছে। বিএনপিতে থাকা চীনপন্থী নেতারা এখন সরব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে

বাতিল হচ্ছে হাওরের উড়ালসড়ক-মেট্রোরেলসহ বহু ‘ইচ্ছাপূরণ’ প্রকল্প

ঠিকানা টিভি ডট প্রেস: দেশের বিভিন্ন মন্ত্রণালয়ের পরিকল্পিত বেশ কিছু প্রকল্প বাতিল বা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্র্বতী সরকার। এর মধ্যে রয়েছে সাবেক রেলমন্ত্রী জিল্লুল

বাংলাদেশকে পাঁচটি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করার পরামর্শ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩ ট্রাকের সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ৩টি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। এতে ঢাকা থেকে ভাঙ্গাগামী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৪

আমার মা পদত্যাগ করেননি: জয়

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থী-জনতার আন্দোলনের মুখে দেশ ছাড়তে বাধ্য হওয়া শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

চীন সফরে যাচ্ছেন জামায়াতসহ ইসলামি দলগুলোর ১৪ নেতা

ঠিকানা টিভি ডট প্রেস: চীন সফরে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ দেশের কয়েকটি ইসলামী রাজনৈতিক দলের ১৪ জন সদস্য। ১৪ সদস্যের এই দলের নেতৃত্ব দেবেন জামায়াতে