আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের মোংলা বন্দরের একটি টার্মিনাল পরিচালনার অধিকার অর্জনের মাধ্যমে ভারত একটি উল্লেখযোগ্য কৌশলগত বিজয় পেয়েছে। এটি এমন একটি পদক্ষেপ, যা আঞ্চলিক গতিশীলতার জন্য-বিশেষত চীনের জন্য উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে।
ভারত মহাসাগরে বেইজিংয়ের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিদেশি বন্দরগুলোতে পা রাখার জন্য নয়াদিল্লির বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই অগ্রগতিকে দেখা হচ্ছে।
ইরানের চাবাহার, মিয়ানমারের সিত্তে’র পর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলার টার্মিনাল পরিচালনা করবে ভারত। এটিকে বিদেশি বন্দর পরিচালনায় ভারতের তৃতীয় সফল প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।'
সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে বলা হয়েছে, মোংলা বন্দর চুক্তির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে গণমাধ্যমের খবর অনুযায়ী, টার্মিনালটি পরিচালনা করবে ইন্ডিয়ান পোর্ট গ্লোবাল লিমিটেড (আইপিজিএল)।
প্রতিবেদন: ফার্স্টপোস্ট
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.