চিলির বিপক্ষে স্বপ্নভঙ্গের সেই মাঠেই আর্জেন্টিনার প্রতিশোধ

ঠিকানা টিভি ডট প্রেস: সালটা ছিল ২০১৬, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম-কোপা আমেরিকার ফাইনালে এই মাঠেই চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেই ম্যাচ শেষে আচমকাই অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। যদিও পরবর্তীতে অবসর ভেঙে ফিরে নিজের ক্যারিয়ারকে সমৃদ্ধ করেন তিনি। তবুও এই স্টেডিয়ামটি আর্জেন্টাইনদের কাছে দুঃস্বপ্নের। এবার সেই স্টেডিয়ামেই চিলিকে হারিয়ে পুরনো প্রতিশোধ নিল লিওনেল স্কালোনির শিষ্যরা।

বুধবার (২৬ জুন’) নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে গ্রুপ ‘এ’এর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে চিলি ও আর্জেন্টিনা। ১-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। দলের হয়ে একমাত্র গোলটি করেন লাউতারো মার্টিনেজ। প্রথম ম্যাচে কানাডার বিপক্ষে স্বস্তির জয়ের পর এই ম্যাচেও সেই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য নিয়ে ৪-৪-২ ফর্মেশনে মাঠে নামে মেসিরা। বল দখলে আধিপত্য ধরে রাখলেও সংঘবদ্ধ আক্রমণ করতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচের ২২তম মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল হুলিয়ান আলভারেজ। তবে, বাঁ দিকে দিয়ে নিকো গঞ্জালেজের বাড়ানো বলে শট করলেও চিলির গোলরক্ষককে ফাঁকি দিতে পারেননি। ডানদিকে লাফিয়ে দলকে বাঁচান ব্রাভো।

এরপর ২৬তম মিনিটে ফের একবার ডি-বক্সের বাইরে থেকে ডি পল গড়ানো শট করলেও তা গোলের জন্য যথেষ্ঠ ছিল না। ৩০তম মিনিটে আরও একটি সুযোগ পেয়েছিলেন নিকো গঞ্জালেজ। তবে, তার হেড ফাঁকি দিতে পারেনি ব্রাভোকে। ম্যাচের ৩৫তম মিনিটে ডি পলের বাড়ানো বলে ডি-বক্সের বেশ খানিকটা দূর থেকে মেসির দ্রুতগতির শট একটুর জন্য জালের দেখা পায়নি। এযাত্রায়ও হতাশ হতে হয় সমর্থকদের’।

এরপর ৩৭তম মিনিটে বড় ভুল করতে বসেছিল চিলি। মলিনার ক্রস থেকে দলকে রক্ষা করতে গিয়ে উল্টো নিজেদের জালে বল জড়িয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে চিলির রক্ষণভাগ। বাকি সময়ে আর তেমন কোনো আক্রমণ না হওয়ায় খালি হাতেই বিরতিতে যেতে হয় দু’দলকে। বিরতির পর ফিরে আক্রমণের ধার বাড়ালেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। ম্যাচের ৬১তম মিনিটে গোলের আরও একটি সুবর্ণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। বাঁ প্রান্ত দিয়ে নিকো গঞ্জালেজের বাঁ পায়ের জোরালো শট ব্রাভোর হাতে লেগে বারে লাগলে হতাশ হতে হয় সমর্থকদের।

৭২তম মিনিটে সুযোগ পেয়েছিল চিলিও। তবে তাদের সেই চেষ্টা সফল হতে দেননি আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। একই ঘটনার পুনরাবৃত্তি ম্যাচের ৭৫তম মিনিটে। এবারও চিলির সামনে বাধা হয়ে দাঁড়ান এমি। তার দক্ষতার সঙ্গে পেরে ওঠেনি চিলির আক্রমণভাগ। একের পর এক আক্রমণের সুবাদে ম্যাচের ৮৭তম মিনিটে মেসির কর্ণার থেকে দারুণ এক গোল করে দলকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। তার গোলেই ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। যদিও অতিরিক্ত সময়ে আরও একটি গোলের সুযোগ পেয়েছিলেন মার্টিনেজ। তবে, হাস্যকর ভুলে সেই সুযোগ হাতছাড়া করেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক: সরকার পতনের সুযোগে গাড়ী আটকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল ওহাবের বিরুদ্ধে। এক লাখ টাকা

মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন,যে কথা হলো

ঠিকানা টিভি ডট প্রেস: কৃতজ্ঞতা জানাতে বিশিষ্ট কলামিস্ট, অনলাইন অ্যাক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময়

ধান শুকানো ছাড়া কাজে আসে না ৬ কোটির সেতু

নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলায় ছয় কোটি টাকা ব্যয় করে সেতু হয়েছে। কিন্তু সেতুটির একপাশে সংযোগ সড়ক থাকলেও অন্য পাশে নেই। ফলে দুই উপজেলার প্রায়

কুড়িগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে দুই বোনসহ ৩জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্টে দুই বোনসহ তিনজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।’ শুক্রবার (৫ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।

কারাগারে বদলে গেছেন ব্যারিস্টার সুমন, পড়ছেন নিয়মিত নামাজ

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সুমন বর্তমানে কারাগারে আছেন এবং সেখানে তিনি সম্পূর্ণ নতুন জীবনধারায় অভ্যস্ত হয়েছেন, নিয়মিত

ছাত্রদল নেতাকে ৫০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন এসআই, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় সাবেক ছাত্রদল নেতাকে আটক করে ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে ছেড়ে দেয়ার পর তা ফেরত দেয়ার ঘটনায় সদর থানার এসআই তরিকুল ইসলামকে