নিজস্ব প্রতিবেদক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট') রাতে রাজধানীর আদাবর থানায় মামলাটি করা হয়েছেছ। আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ঢাকা-১০ আসন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ফেরদৌস।
এর আগে আদাবরের রিংরোডে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার নির্দেশদাতা হিসেবে হত্যা মামলা দায়ের হয়েছে সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে। ডিএমপির আদাবর থানায় করা মামলায় তাকে ২৮ নম্বর আসামি করা হয়েছে। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১৫৬ জন আসামি। অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনের কথা উল্লেখ করা হয়ে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয় লাভ করেন ফেরদৌস। নির্বাচনে ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়ে তিনি জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির শামসুল আলম পান ২ হাজার ২৫৭ ভোট।"
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.