ডেস্ক রিপোর্ট: এবারের পহেলা বৈশাখের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পাচ্ছে ভিন্নমাত্রা। চারুকলা অনুষদের আয়োজনে প্রতিবছরের মতো এবারও বর্ষবরণ শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। তবে এই প্রথমবারের মতো এতে প্রতীক হিসেবে যুক্ত হচ্ছে রাজনৈতিক বার্তা ফ্যাসিবাদকে।
সূত্র জানায়, শোভাযাত্রায় ফ্যাসিবাদের প্রতীক হিসেবে স্থান পাচ্ছে একটি মুখাবয়ব, যা শেখ হাসিনার রূপের অনুকরণে তৈরি। মুখটির দুই পাশে শিং-এর মতো আকৃতি দিয়ে এটিকে আরও ভীতিকরভাবে উপস্থাপন করা হবে। যা ফ্যাসিবাদী শাসনের রূপক হিসেবে দেখানো হবে।'
এছাড়া, ‘জুলাই বিপ্লব’ যা বর্তমান প্রেক্ষাপটে এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বাঁক পরিবর্তনের প্রতীক। তার প্রতিফলনও দেখা যাবে শোভাযাত্রায়। মুগ্ধর পানি লাগবে বোতলের ১৫ ফিট উচ্চতার একটি প্রতীকী ভাস্কর্য শোভাযাত্রায় থাকবে, যার ভেতরে থাকবে অসংখ্য ছোট পানির বোতল। এই প্রতীকটি শহীদদের স্মৃতিচারণায় তৈরি করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
এবারই প্রথম, জুলাই বিপ্লবের পর উদযাপিত হচ্ছে বাংলা নববর্ষ। ফলে পুরো শোভাযাত্রায় ফুটে উঠবে গণজাগরণ, বিক্ষোভ এবং প্রতিরোধের চেতনা। প্রথমে “মঙ্গল শোভাযাত্রা” নাম পরিবর্তন নিয়ে ধোঁয়াশা থাকলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নাম পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করা হয়। এখন থেকে এ শোভাযাত্রার নাম হবে “বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা”।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.