বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: খেলাধুলা চর্চা করি, মাদকমুক্ত দেশ গড়ি' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাম্বল ইউনিয়ন যুব বিভাগ কর্তৃক আয়োজিত আন্ত:ওয়ার্ড ফুটবল টুর্নামেন্ট'র প্রথম রাউন্ডের দ্বিতীয়ার্ধের খেলা সম্পন্ন হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারী) বিকেলে চাম্বল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় সভাপতিত্ব করেন চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোহাম্মদ কফিল উদ্দিন। এ সময় প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল।
চাম্বল ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মাস্টার আহসান উল্লাহ'র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাম্বল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রেজাউল করিম, চাম্বল ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল জলিল মানিক, সেক্রেটারী মোস্তফা হোসাইন হেলাল, উপজেলা শ্রমিক কল্যাণের সহ সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইমরান, ইউপি সদস্য ইয়াছিন চৌধুরী রিপন, চাম্বল শাহ জাহাগীর মডেল ইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী, মোজাম্বিক প্রবাসী মো. ইউনুছ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- চাম্বল ইউনিয়ন জামায়াতের তরবিয়ত সেক্রেটারী মাওলানা ওসমান, চাম্বল ইউনিয়ন ওয়ার্ড সভাপতি মাওলানা তাজুল ইসলাম, ইউনিয়ন যুব দায়িত্বশীল খোরশেদ, ইস্কান্দার, মনির উল্লাহ, মোহাম্মদ ছগির প্রমূখ।
খেলায় চাম্বল ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দলকে ৮ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ দল ১-০ গোলে পরাজিত করে।