চাটমোহরে মন্দিরে মূর্তি ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহর উপজেলার হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন মন্দির কমিটির লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমসহ পুলিশ সদস্যরা। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্দমূলক শাস্তির আশ্বাস দেন তারা।

জানা গেছে, সোমবার রাতে আসন্ন দূর্গা পুজা উপলক্ষে হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দিরের সামনে প্যান্ডেল বানানোর কাজ করছিলেন মন্দির কমিটির লোকজন। রাত ১১টার দিকে মন্দিরের গেটে তালা দিয়ে বাড়িতে যান সবাই। মঙ্গলবার সকালে বন্দনা রানী নামের একজন নারী মন্দির পূজা দিতে গেলে মন্দিরের ভেতরের মহাদেবসহ তিনটি মূর্তি ভাঙচুর করা দেখে চিৎকার দিয়ে উঠলে স্থানীয়রা এসে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন ইউএনও রেদুয়ানুল হালিম, চাটমোহর থানার ওসি সেলিম রেজা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অশোক চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্যসহ অন্যরা।

সবার ধারণা মন্দিরের গ্রীলের তালা ভাঙতে না পেরে লোহার রড বা বাটাম দিয়ে মূর্তিগুলো ভাঙা হয়েছে।’

হান্ডিয়াল শ্রী শ্রী ভদ্রা কালীমাতা মন্দির কমিটির সাধারণ সম্পাদক কুটিশ্বর দেব বলেন, স্বাধীনতা যুদ্ধকালীন সময়েও এই মন্দিরসহ আমাদের এলাকায় পূজার্চনা চলেছে। আমাদের এলাকায় কখনোই মূর্তি ভাঙার ঘটনা ঘটেনি। আমরা এই ঘটনার ন্যায় বিচার না পেলে দূর্গা পুজা করা থেকে বিরত থাকবো।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রবীর দত্ত চৈতন্য বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। পরিবেশ অস্থিতিশীল করতে এবং সাধারণ হিন্দুরের মনোবল ভাঙতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর ন্যায়বিচার চাই। নইলে আগামীতে দূর্গা পুজা করা থেকে বিরত থাকার চিন্তা ভাবনা করা হবে বলে জানান তিনি।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি’) সেলিম রেজা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান জানান। এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মন্দির কমিটির পক্ষ থেকে থানায় মামলা দায়ের করার কথা বলা হয়েছে। এই ঘটনার সাথে যারাই জড়িত থাকুক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উদ্ধার হলো চুয়াডাঙ্গার অপহৃত শিশু, প্রাধান আসামী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার চন্দনগাঁতী এলাকা থেকে ৭ বছরের অপহৃত শিশুকে উদ্ধারসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। গ্রেফতারকৃত অপহরণকারী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেষতলী

রাজশাহীতে ছাত্র আন্দোলনের ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন

তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজশাহীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদ ও আহতদের স্মরণে ‘শহীদি মার্চ’ কর্মসূচী পালন করেছে বৈষম্য বিরোধী

যমুনা উপজেলা গঠনের দাবিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

আবদুল জলিল: কাজিপুর সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার যমুনার চরাঞ্চলে অবস্থিত ছয়টি ইউনিয়নের দেড় লাখ মানুষ পৃথক “যমুনা উপজেলা” গঠনের দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান

পেট ব্যথা নিয়ে হাসপাতালে যুবক, বের করা হলো মোবাইল ফোন

ঠিকানা টিভি ডট প্রেস: প্রচণ্ড পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন এক যুবক। পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা তার পেটে আস্তো একটি মোবাইল ফোন দেখতে পায়। বেঙ্গালুরুর

৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা-চট্টগ্রামে ৩৫ বাচ্চা ‘নিখোঁজ’, খবরের উৎস কী

নিজস্ব প্রতিবেদক: নিখোঁজ সংবাদে ছেয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ‘গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ চট্টগ্রামে ৪৮ বাচ্চা নিখোঁজ’ কিংবা ‘গত ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকাসহ

কালো মুখোশে ঢাবিতে আওয়ামী লীগের পক্ষে মিছিল

ঠিকানা টিভি ডট প্রেস: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। কালো ক্যাপ ও মুখোশ পরে ৮-১০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মিছিল করেছেন। বুধবার সকালে