চাটমোহরে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক আটক

প্রতিনিধি,পাবনা: পাবনার চাটমোহরে মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তিমুলক পোস্ট দেবার অভিযোগে প্রশান্ত কুমার সাহা (২৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক প্রশান্ত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের বল্লভপুর গ্রামের বাসিন্দা।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

থানার মামলার এজাহার সুত্রে জানা গেছে, প্রশান্ত কুমার সাহা শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তি করে স্ট্যাটাস দেন। এতে ওই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওইদিন বিকেলে ও রাতে বিক্ষোভ করে।

পরদিন রোববার রাত ৮টার দিকে বেশকিছু মানুষ একটি বিক্ষোভ মিছিল নিয়ে বল্লভপুর এলাকার সার্বজনিন মহাদেব মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুর করে। এতে এলাকার হিন্দু সম্প্রদায়দের মধ্যে আতংক ছড়িয়ে পরে। পরে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পনিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

এদিকে ভাঙচুরের ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে জড়িত সন্দেহে তিনজনকে আটক করে হান্ডিয়াল পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এরপর বিক্ষুব্ধ জনতা আটককৃতদের মুক্তির দাবিতে পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করতে থাকে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, সহকারি পুলিশ সুপার হাবিবুল ইসলাম, থানার ওসি মঞ্জুরুল আলম ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে তারা। সংশ্লিষ্টতা না থাকায় আটক তিনজনকে ছেড়ে দেয়া হয়। তখন বিক্ষুব্ধ জনতা ঘেরাও কর্মসূচি তুলে নিয়ে ফিরে যায়।

চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। মনজুরুল আলম বলেন, সোমবার রাতে আলামিন হোসেন নামে এক ব্যক্তি বাদি হয়ে প্রশান্তর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে রাতেই গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে অভিযুক্ত প্রশান্তকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ধানমন্ডি ৩২ নম্বরে ভয়াবহ গোপন আস্তানার সন্ধান, যা যা পাওয়া গেলো সেই আস্তানায়

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির নিচে পাঁচতলা ভবনের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে বেশ কয়েকটি কক্ষ

ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি এক কিশোর নিহত হয়েছে। পশ্চিম তীরের একটি চেকপয়েন্টে ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণের পর সেনা সদস্যরা পাল্টা গুলি

গার্মেন্টস শ্রমিকদের সুখবর দিলেন রেলমন্ত্রী’

নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের জন্য আগমী দুদিন আলাদা বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। রোববার (৭ এপ্রিল’) দুপুরে তিনদিনের সফর শেষে

কক্সবাজারে সুপেয় পানির তীব্র সংকট

নিজস্ব প্রতিবেদক: খরা মৌসুম শুরু হওয়ার পূর্বেই কক্সবাজারে পানীয় জলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে। শুকিয়ে গেছে জেলার ১ লাখ ৩০ হাজার অগভীর নলকূপের পানি। আর

রাতে মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশ সদস্য, স্থানীয়দের লাঠিপেটা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে এক মাদক কারবারির স্ত্রীর ঘরে পুলিশের একজন সহকারী উপপরিদর্শককে (এএসআই) পেয়ে লাঠিপেটা করা হয়েছে। এ সময় স্থানীয়দের জেরার মুখে এএসআই বলেছেন, তিনি কলমা

দেড় লাখে ইতালির চুক্তি, লিবিয়ায় আটকে ৯৬ লাখ টাকা মুক্তিপণ আদায়

ঠিকানা টিভি ডট প্রেস: অল্প টাকা খরচে ইতালি যেতে একই গ্রামের ৪ যুবক দেড় লাখ টাকা করে ৬ লাখ টাকা তুলে দেন ইতালি প্রবাসী টোকনকে।