পাবনা প্রতিনিধি: বাংলাদেশ পুলিশের প্রথম নারী সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আরজুমা আক্তার চাটমোহর সার্কেলে যোগদান করেছেন। পাবনার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) এই তিন উপজেলা সমন্বয়ে গঠিত চাটমোহর সার্কেলের দায়িত্ব পালনকারী পঞ্চম পুলিশ কর্মকর্তা হিসেবে তিনি যোগদান করেন।
তিনি ৩৭ তম বিসিএস এ উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদায় বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ইতোপূর্বে তিনি পাবনা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত ছিলেন। সৎ, চৌকশ এবং কর্তব্যনিষ্ঠ কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তিনি চাটমোহর সার্কেল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করে এ তিন উপজেলার সর্বস্তরের মানুষের কাছে সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, আরজুমা আক্তার গত রবিবার (১ ডিসেম্বর) সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) কার্যালয়ে যোগদান করেছেন। তিনি বিধায়ী এএসপি মো. হাবিবুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন। অপরদিকে বিদায়ী এএসপি মো. হাবিবুল ইসলাম পরবর্তী কর্মস্থল নৌ-পুলিশে যোগদান করেছেন।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.