চাটমোহরে গৃহবধূর ঘরে আপত্তিকর অবস্থায় জনতার হাতে ধরা পড়লেন পুলিশের এসআই

নিজস্ব প্রতিবেদক: এক গৃহবধূর ঘরে রাত্রীযাপনকালে আপত্তিকর অবস্থায় এলাকাবাসীর হাতে ধরা পড়েছেন এক এসআই। পরে তাকে উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) পাবনার চাটমোহর উপজেলার নিমাইচরা ইউনিয়নের সমাজ দক্ষিনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত এসআই মেহেদি হাসান চাটমোহর থানাধীন হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হান্ডিয়াল ইউনিয়নের সোনাবাজু গ্রামের এক গৃহবধূ একটি মামলা সংক্রান্ত বিষয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রে যাওয়া আসা করতেন। মামলার তদন্তের দায়িত্বে ছিলেন এসআই মেহেদী হাসান। এমন পরিস্থিতিতে তাদের দু’জনের মধ্যে একটা সম্পর্ক সৃষ্টি হয়। আর এই সম্পর্ক থেকে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন।

সম্প্রতি ঐ গৃহবধূ পার্শ্ববর্তী ইউনিয়ন নিমাইচড়া সমাজ দক্ষিনপাড়া গ্রামে বাবার বাড়িতে বেড়াতে যান। সেখানে থাকা অবস্থায় মঙ্গলবার গভীর রাতে এসআই মেহেদী ঐ বাড়িতে গিয়ে গৃহবধূর সাথে একইঘরে রাত্রীযাপন করছিলেন। বিষয়টি এলাকাবাসী জানতে পেরে বাড়ি ঘেরাও করে তাদের দুজনকে একই রুম থেকে আটক করে চাটমোহর থানায় খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে এসআই মেহেদীকে জনরোষ থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওহাব জানান, ঘটনাটি জানার পরে আমি সেখানে গিয়েছিলাম। এলাকার মানুষ এসআই মেহেদী কে আটক করার পরে প্রথমে হান্ডিয়াল তদন্ত কেন্দ্রের ইনচার্জ গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যায়।

ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি’) মঞ্জুরুল আলম বলেন, ঘটনাটি আমি লোকমুখে শুনেছি। এ বিষয়ে থানায় কেউ কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আমার উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (চাটমোহর সার্কেল) হাবিবুল ইসলাম বলেন, বিষয়টি জানার পরে আমি ঐ গৃহবধূর বাড়িতে গিয়েছিলাম। সে সমস্ত বিষয় আমার নিকট অস্বীকার করেছে। তবে এই ঘটনায় আমরা একটি তদন্ত কমিটি গঠন করবো। তদন্তে ঘটনার সত্যতা পেলে ঐ পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিষয়ে অভিযুক্ত এসআই মেহেদী হাসানের মন্তব্য জানতে তার ফোনে কল দেওয়া হলে ফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজধানীতে ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে বন্যার্তদের জন্য ত্রাণের টাকা তোলা নিয়ে দ্বন্দ্বে মো. হাফিজ (২১) নামে এক শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায়

রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: ফখরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে, দয়া করে রাজনীতিকে বা রাজনৈতিক দলকে তাদের প্রতিপক্ষ বানাবেন না।

সিরাজগঞ্জে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার সোনামুখী ইউনিয়ন বিএনপির সভাপতি দোলা সরকারসহ সাত জনের নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এতে তাদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ, হামলা,

বুলু ও দুদুকে চিঠি দিয়ে সতর্ক করল বিএনপি

স্টাফ রিপোর্টার: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া

সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই: সেনাপ্রধান

ঠিকানা টিভি ডট প্রেস: সব ধর্ম-বর্ণের মানুষ মিলে একটি সুন্দর দেশ গড়ার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৮ নভেম্বর)। বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায়

প্রবীর মিত্রের দাফন নিয়ে যা জানা গেল

ঠিকানা টিভি ডট প্রেস: নবাবখ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র মারা গেছেন। রোববার (৫ জানুয়ারি)। রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সনাতন