আন্তর্জাতিক ডেস্ক: ভারতের বিহারে চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডে মাত্র ৪৫ দিনের মাথায় স্বামীকে খুন করার অভিযোগ উঠেছে এক নববধূর বিরুদ্ধে। প্রেমে ব্যর্থ হয়ে আপন চাচার সঙ্গে মিলে এই হত্যাকাণ্ড ঘটান তিনি।
পুলিশ জানায়, ২০ বছর বয়সী গুঞ্জা দেবীর সঙ্গে তার ৫৫ বছর বয়সী চাচা জীবন সিংহের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তাঁরা বিয়ে করতে চাইলেও পরিবারের আপত্তিতে তা সম্ভব হয়নি। পরিবার গুঞ্জার বিয়ে দেন নবীনগর থানার বরওয়ান গ্রামের যুবক প্রিয়াংশুর সঙ্গে।
তবে বিয়ের পরও চাচার সঙ্গে সম্পর্ক বজায় রাখেন গুঞ্জা। তদন্তে জানা যায়, তারা দু’জনে মিলে ভাড়াটে খুনিদের মাধ্যমে প্রিয়াংশুকে হত্যার পরিকল্পনা করেন। প্রমাণ পাওয়ার পর গুঞ্জা ও দুই ভাড়াটে খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাচা জীবন সিংহ পলাতক রয়েছেন।
আওরঙ্গাবাদের পুলিশ সুপার অমরীশ রাহুল জানান, ২৫ জুন প্রিয়াংশু ট্রেনে করে বোনের বাড়ি থেকে ফিরছিলেন। নবীনগর স্টেশনে পৌঁছে স্ত্রী গুঞ্জাকে ফোন করে কাউকে মোটরসাইকেল নিয়ে নিতে বলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর গুঞ্জা গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করলে সন্দেহ দানা বাঁধে। ফোন কল রেকর্ড থেকে দেখা যায়, তিনি নিয়মিত চাচা জীবন সিংহের সঙ্গে যোগাযোগ রাখতেন। জীবন সিংহের ফোনেও ভাড়াটে খুনিদের সঙ্গে যোগাযোগের তথ্য মেলে।
পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পলাতক জীবন সিংহকে ধরতে অভিযান চলছে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.