তানজিলা আক্তার রাজশাহী প্রতিনিধি: রাজশাহী, ০৯ সেপ্টেম্বর ২০২৪ আউটসোর্সিং পদ্ধতি বাতিল ও চাকরি স্থাষীকরণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই (নেস্কো) এর আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীরা।
আজ সোমবার দুপুরের মহানগরীর রেলগেট এলাকায় নেসকো অফিসের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেয় নেস্কোর আইসিটি বিভাগের রাজশাহী ও রংপুর জোনের কর্মচারীবৃন্দ।
মানবন্ধনে বক্তব্য রাখেন, নেস্কোর আউটসোর্সিং বৈষম্য বিরোধী কর্মচারীর সমন্বয়ক মুনজরুল করিম মুন্না, শহিদুল ইসলাম অপু, সোহেল গাজী, আলী হাসান প্রমুখ।
বক্তারা বলেন, আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবাগ্রহণ নীতিমালা (ঠিকাদারের মাধ্যমে নিয়োগ প্রথা) ২০১৮ বাতিল করে কর্মরত সকল আউটসোর্সিং কর্মচারীদের বহাল রেখে চাকুরি স্থায়ীকরণ করতে হবে। কারণ আমরা কোনো কোম্পানির অধীনে থাকতে চাই না। যদি চাকুরি জাতীয়করণ করা সম্ভব না হয়, তাহলে অন্তত যেন মাস্টার রুল হিসেবে আমাদের চাকুরি অন্তরভুক্ত করার আহ্বান জানানো হয়।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.