চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে পদ্মা ও মহানন্দা নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এতে পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। এ অবস্থায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের এমপি পদপ্রার্থী নূরুল ইসলাম বুলবুল।
শনিবার (১৬ আগস্ট) সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের বন্যাকবলিত এলাকায় ৩৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের উদ্যোগে এবং জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায় এ ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন হয়।
খাদ্য সহায়তা বিতরণকালে জামায়াত নেতারা ক্ষতিগ্রস্তদের উদ্দেশে বলেন, “চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী নূরুল ইসলাম বুলবুল আপনাদের সালাম জানিয়েছেন। তিনি অসুস্থ থাকায় আজ সরাসরি আসতে পারেননি। আমরা ত্রাণ দিতে আসিনি, এসেছি আপনাদের ভাই হয়ে পাশে দাঁড়াতে। ভাইয়ের বাড়িতে যেমন সামান্য উপহার নিয়ে যাওয়া হয়, তেমনি এটিকে একটি হাদিয়া হিসেবে গ্রহণ করুন।”
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান এবং পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ত্রাণসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল, মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস। এসব খাদ্যসামগ্রী হাতে পেয়ে পানিবন্দি পরিবারগুলো স্বস্তি প্রকাশ করেন।
স্থানীয়রা জানান, পদ্মা ও মহানন্দার পানি বেড়ে গেলে প্রতি বছরই এ অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হয়। তবে এবার হঠাৎ পানি বৃদ্ধি পাওয়ায় অনেক পরিবার অপ্রস্তুত অবস্থায় পড়েছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে গিয়ে মানুষজন মানবেতর জীবনযাপন করছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি বিত্তবানদেরও বন্যার্তদের পাশে এগিয়ে আসার আহ্বান জানান স্থানীয়রা।
মানবিক সহায়তার এ কার্যক্রমে অংশ নেওয়া জামায়াতের নেতৃবৃন্দরা বলেন, মানুষের দুঃসময়ে একে অপরের পাশে দাঁড়ানোই মানবতার প্রকৃত পরিচয়। বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ভবিষ্যতেও পাশে থাকবে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.