চাঁদা দাবি করায় বগুড়ায় জনতার হাতে পুলিশ কনস্টেবল আটক, উদ্ধার করল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুরে চাঁদা দাবি এবং হয়রানির অভিযোগে রুহুল আমিন (৩২) নামে এক পুলিশ কনস্টেবলকে জনতা আটক করে গণধোলাই দিয়েছে। পরে খবর পেয়ে সেনাবাহিনী ও থানা পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে উপজেলার নিশ্চিন্তপুর শাহপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক রুহুল আমিন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়রা শহরতলি গ্রামের আহমেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে আগেও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, কনস্টেবল রুহুল আমিন আগে বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখানে জুয়ার আসর থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বর্তমানে তিনি পুলিশ লাইন্সে সংযুক্ত আছেন।

কিছুদিন আগে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তিনি নিশ্চিন্তপুর শাহপাড়ায় আওয়ামী লীগ নেতা আব্দুল বাকি শাহকে আটক করতে যান। তবে তাকে না পেয়ে পরিবারের কাছ থেকে ৫০০ টাকা নিয়ে চলে যান। পরবর্তীতে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি ফের আব্দুল বাকি শাহর বাড়িতে গিয়ে তার ছেলে সাজ্জাদ হোসেন সবুজকে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে যান। সেখানে একটি টিনের কৌটায় পাঁচটি রাবার বুলেট দেখিয়ে বলেন, এগুলো “মিসিং বুলেট” এবং বিষয়টি নিয়ে মামলা হবে। গ্রেপ্তারের ভয় দেখিয়ে তিনি সবুজের কাছ থেকে ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা রুহুল আমিনকে আটক করে মারধর করে। পরে সবুজের বড় বোন শাপলা খাতুন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে সেনাবাহিনীকে বিষয়টি জানান। দুপুর ২টার দিকে সেনাসদস্য ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কনস্টেবল রুহুল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরে তার হেফাজত থেকে পাঁচটি রাবার বুলেট এবং ব্যাগে থাকা আরও ১৫টি গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গণপিটুনিতে আহত কনস্টেবল রুহুল আমিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী সবুজের বড় বোন শাপলা খাতুন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় গণহত্যায় ‘ক্ষুধা’কে অস্ত্র বানিয়েছে ইসরায়েল: অ্যামনেস্টি

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক বিপর্যয়কে আরও গভীরতর করতে ‘ক্ষুধা’কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরায়েল—এমনই গুরুতর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বৃহস্পতিবার

মৌসুমেও চালের দাম ঊর্ধ্বমুখী, ভোক্তা জিম্মি মিলার সিন্ডিকেটে

স্টাফ রিপোর্টার: সরকারি গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও দেশে চালের বাজারে অস্থিরতা বেড়েছে। মিল মালিকদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট তৈরির কারণে বোরোর ভরা মৌসুমেও চালের

শেখ হাসিনার বিচার শুরু মে মাসে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: জুলাই-আগস্ট গণহত্যার মামলায় আগামী মাসের শুরুতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হবে। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানিয়েছেন বাংলাদেশের

পেনশন আটকে থাকা সেই শিক্ষকের স্ত্রী বিনা চিকিৎসায় মারা গেলেন

জেমস আব্দুর রহিম রানা: যশোরে অর্থাভাবে বিনা চিকিৎসায় মারা গেলেন পেনশনের টাকার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ানো অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলামের (৬৫) স্ত্রী তোহরা খাতুন

সরকারবিরোধী আন্দোলন: শক্তি বাড়াতে নানা উদ্যোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: সরকারবিরোধী আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে বিএনপি। কেন্দ্রে থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ে দল এবং অঙ্গ ও সহযোগী

কেউ চাইলেই জামায়াতে যোগ দিতে পারবে না

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীতে কেউ চাইলেই এখন আর যোগ দিতে পারবে না। গণবিপ্লব পরবর্তী বর্তমান পরিস্থিতিতে দলটিতে কেউ যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি