চাঁদার দাবিতে রাজবাড়ী সদর হাসপাতালের লিফট স্থাপনে বাধা

নিজস্ব প্রতিবেদক: চাঁদা না দেওয়ায় রাজবাড়ী জেলা সদর হাসপাতালে লিফট স্থাপনের কাজ বন্ধ রয়েছে। বিষয়টি নিয়ে সম্প্রতি জেলা উন্নয়ন সমন্বয় সভায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।

সভায় নির্মাণকাজের অগ্রগতি জানতে চাইলে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, লিফট স্থাপনের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার প্রতিষ্ঠান একাধিকবার স্থানীয় চাঁদাবাজদের চাঁদা দিতে বাধ্য হয়েছে। তবুও বিভিন্ন গ্রুপ নতুন করে চাঁদা দাবি করছে, হুমকি দিচ্ছে, যার ফলে কাজে বিঘ্ন ঘটছে। তিনি আরও জানান, এর আগে হাসপাতালের এসির তার ও আউটডোরের কিছু মালামাল চুরি হয়েছে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন চলতি বছরের ২০ জানুয়ারি গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে উল্লেখ করেন, ১৯ জানুয়ারি দুপুরে ৮–১০ জন অস্ত্রধারী ব্যক্তি প্রকল্প এলাকায় প্রবেশ করে চাঁদা দাবি করে এবং মালামাল লুটের চেষ্টা চালায়। চাঁদা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। বিষয়টি জেলা প্রশাসক, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে।

এরপর ২১ জানুয়ারি প্রকল্প এলাকা ও কর্মীদের নিরাপত্তা চেয়ে গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আব্দুর রশিদ মন্ডল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে চিঠি দেন। চিঠির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ অন্যান্য দপ্তরে পাঠানো হয়।

চাঁদাবাজির বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, উন্নয়ন সমন্বয় সভায় বিষয়টি আলোচিত হয়েছে এবং পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, “রাজবাড়ীতে চাঁদাবাজি কোনোভাবেই বরদাশত করা হবে না।”

রাজবাড়ী নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু বলেন, “হাসপাতালের মতো মানবিক স্থাপনায় চাঁদাবাজির ঘটনা রাষ্ট্রের জন্যই হুমকি। দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনা জরুরি।”

উল্লেখ্য, রোগীদের সেবায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০১৮ সালে রাজবাড়ী জেলা সদর হাসপাতালকে ৫০ কোটি টাকার প্রকল্পে ২৫০ শয্যায় উন্নীতকরণের কাজ শুরু হয়। এর অংশ হিসেবে ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ৮ তলা পর্যন্ত লিফট স্থাপনের কাজ চলমান ছিল, যা বর্তমানে চাঁদাবাজির কারণে বন্ধ রয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বিএনপি পরিচয়ে জোরপূর্বক পুকুরের যায়গা দখলের অভিযোগ 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের মালতীনগর এলাকায় জোরপূর্বক ভাবে ভূমি দখলের অভিযোগ উঠেছে অফাল উদ্দিন নামের একজনের বিরুদ্ধে। আফাল উদ্দিন (৩০) মালতীনগর এলাকার

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

ছাত্রদল নেতার নেতৃত্বে জামায়াতের সমাবেশে হামলা-গুলি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর একটি সমাবেশে ছাত্রদল নেতার নেতৃত্বে হামলা হয়েছে। এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণও করা হয়। এতে দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১২ জন আহত

বেলুচিস্তানে মোবাইল ইন্টারনেট বন্ধ করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানর বেলুচিস্তান প্রদেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা স্থগিত করেছে দেশটির সরকার।কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী অন্তত ৩ সপ্তাহ পর্যন্ত স্থগিত থাকবে এই পরিষেবা, তারপর

জামায়াত আ‌মিরের স্বেচ্ছায় গ্রেপ্তার কর্মসূ‌চি স্থগিত

নিজস্ব প্রতিবেদক: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলা‌মকে মুক্তি না দিলে নিজের স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার কর্মসূচি স্থগিত করেছেন জামায়াত আ‌মির

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান