চাঁদাবাজি ও ফাও খাওয়া ছাত্রলীগ নেতারা এখনো ঢাবির হলে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এবং ঢাকা মেডিকেল কলেজ এলাকায় ভ্রাম্যমাণ দোকান ও হোটেলগুলোতে নিয়মিত চাঁদা আদায় ও ফাও খাওয়ার অভিযোগ উঠেছে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল ছাত্রলীগের ৩ নেতার বিরুদ্ধে। নিয়মিত চাঁদা না দিলে দোকান ও হোটেল মালিকদের শাসানো হয়, খাবার খাওয়ার পর টাকা চাইলে দেওয়া হয় হুমকি। এই তিন ছাত্রলীগ নেতা এখনো ঢাবির হলে অবস্থান করছেন বলে অভিযোগ সাধারণ শিক্ষার্থীদের।

অভিযুক্ত ছাত্রলীগের তিন নেতা হলেন, মাজহারুল ইসলাম আকাশ, আসিফ আহমেদ সৈকত ও দেওয়ান বায়জিদ আহমেদ। আকাশ ও বায়জিদ ছাত্রলীগের পদপ্রত্যাশী নেতা, অন্যদিকে আসিফ আহমেদ সৈকত ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ছিলেন।

ঢাকা মেডিকেলের সামনে খাবারের দোকান বসানো একাধিক হোটেল মালিক এ প্রতিবেদককে জানিয়েছেন, প্রতিনিয়ত শহীদুল্লাহ হলের ৭-৮ জন ফাও খায়, মন চাইলে তারা টাকা দেয়, না চাইলে দেয় না। টাকা চাইলে তারা রাতের বেলা এসে অকথ্যভাষায় গালাগালি করে এমনকি হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। ছাত্রলীগের নেতাকর্মীদের অত্যাচারে একটি হোটেলের ৬ জন কর্মচারী চাকরি ছেড়ে নিজ এলাকায় চলে গেছেন।’

একটি হোটেলের ক্যাশিয়ারকে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ সৈকতের ছবি দেখিয়ে ফাও খাওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হলে নাম অপ্রকাশিত রাখার শর্তে তিনি বলেন, নিয়মিত হোটেলে চাঁদাবাজি ও ফাও খাওয়ায় অগ্রগামী ছিলেন তিনি। এখন কিছুটা কম হলেও খাওয়া শেষে পুরোপুরি টাকা দেন না।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মূল ফটকের বাইরে ৪-৫ জন দোকানীর সাথে কথা বলে জানা যায়, ফুটপাতের দোকানগুলো থেকে দৈনিক ২০০-২৫০ টাকা নেওয়া হয়। বড় দোকানগুলো থেকে সপ্তাহে প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত চাঁদা আদায় করেন ছাত্রলীগ নেতারা। চাঁদা দিতে না চাইলে কোন দোকানি শান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারেন না এবং দেওয়া হয় দোকান উচ্ছেদের হুমকি।

এদিকে ছাত্রলীগের এই তিন নেতা ঢাকা মেডিকেল মোড়ে অবস্থিত আনাস হোটেল প্রায় ৭০ হাজার টাকা চাঁদা নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে কর্মচারীদের মারধর দোকান বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এ নিয়ে কিছুদিন আগেও ছাত্রলীগ নেতারা এসে হোটেলের শাটার বন্ধ করে দেয় এবং ভেতরে থাকা কর্মচারীদের নানাভাবে হুমকি দেয় বলে জানা গেছে।

কর্মচারীদের ভাষ্যমতে, আনাস হোটেল চালুর পর থেকে প্রায় শতাধিক কর্মচারী চাকরি ছেড়ে চলে যান শুধুমাত্র ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে। ঈদের সময় তারা মোটা অংকের চাঁদা দাবি করে, গত দুই ঈদে তারা ৭০ হাজার টাকা নিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হলের তৃতীয় বর্ষের পদার্থ বিজ্ঞানের এক শিক্ষার্থী বলেন, চাঁদাবাজি করেই দিনের পর দিন পার করে আসছে শহীদুল্লাহ হল ছাত্রলীগের নেতারা। মেডিকেল মোড়, চানখারপুলের ভ্রাম্যমাণ দোকান ও হোটেলগুলো তারা এই চাঁদাবাজির আসর জমাতো। আসিফ আহমেদ সৈকত তাদের মধ্যে একজন। তারপরের সে হলে অবস্থান করছে। হল প্রশাসনকে অবগত করার মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

এ বিষয়ে জানতে অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতার (মাজহারুল ইসলাম আকাশ, আসিফ আহমেদ সৈকত ও দেওয়ান বায়জিদ আহমেদ) ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেওয়া হলেও তারা ফোন রিসিভ করেননি।

সার্বিক বিষয়ে ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাবেদ হোসেন বলেন, এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পাইলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে: সাবেক এমপি রুমানা মাহমুদ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ-২ আসনের সাবেক নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেছেন, ছাত্র গণআন্দোলন গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং

শনিবার থেকে ট্রেনের নতুন ভাড়া, কোন রুটে কত

নিজস্ব প্রতিবেদক: ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সব ধরনের যাত্রীবাহী ট্রেনে বিদ্যমান দূরত্বভিত্তিক রেয়াত সুবিধা প্রত্যাহার করার মধ্য দিয়ে এ সিদ্ধান্ত আগামীকাল শনিবার

মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে সেনা চেকপোস্ট

নিজস্ব প্রতিবেদক: হঠাৎ করেই মধ্যরাতে রাজধানীর সড়কে সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী। রোববার দিবাগত রাতে রাজধানীর অনেক সড়কেই পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাসদস্যদের বিভিন্ন

যারা একটু আবেগি, প্লিজ এই লেখাটি পড়বেন না । প্রচলিত পন্থায় দান করলে ধনী-গরীবের পার্থক্যটা স্পষ্ট হয় মাত্র, ব্যাবধান কমে না

সাইদ হাফিজ এক সময় চিনের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ ছিল। মানুষ দু‘বেলা দু‘মুঠো খেতে পারতো না। অবস্থা এতটাই বেগতিক হয়ে পড়েছিলো যে, ক্ষুধার জ্বালা সহ্য

৪০ দিনের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ৯ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক: পবিত্র রমজান, ঈদুল ফিতরসহ ৪০ দিনের লম্বা ছুটি শেষ আগামী বুধবার (৯ এপ্রিল) খুলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো। এদিন থেকে আবারও মুখর হবে শিক্ষাঙ্গন, শ্রেণিকক্ষ; বাজবে

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের