নিজস্ব প্রতিবেদক; রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদা না দেওয়ায় মো. সোহাগ (৪৩) নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নির্মমভাবে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা।
শিক্ষার্থীরা প্রতিবাদ সমাবেশে ক্ষোভ প্রকাশ করে বলেন, “স্বাধীন বাংলাদেশের বুকে দিনের আলোয় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে হত্যার মতো নৃশংসতা প্রমাণ করে, অপরাধীরা কতটা বেপরোয়া। বিচার না হলে আন্দোলন আরও দুর্বার রূপ নেবে।”
তারা আরও বলেন, “শাহাদাতের রক্তে গড়া বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও খুনের রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না। ইন্টারিম সরকারকে সোজা হয়ে দাঁড়াতে হবে, নইলে জনগণ তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক ইয়াসিরুল কবির বলেন, “যারা নির্বাচনের অনুপস্থিতিকে অজুহাত বানিয়ে খুনের রাজনীতি চাঙা রাখতে চায়, তাদের মুখোশ খুলে দিতে হবে। আমরা স্পষ্ট করে বলতে চাই—সোহাগ হত্যার বিচার না হলে ইবি থেকে দেশজুড়ে আন্দোলনের ঢেউ উঠবে।”
প্রসঙ্গত, গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটসংলগ্ন রজনী ঘোষ লেনে মো. সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে চাঁদাবাজ চক্র। ঘটনার পরদিনই পুলিশ যুবদল নেতা মাহিনসহ দুজনকে আটক করে। শতাধিক মানুষের সামনে সংঘটিত ভয়াবহ এ হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.