নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা পূর্বাচল প্লট দুর্নীতি মামলার রায় চলতি মাসেই ঘোষণার প্রস্তুতি চলছে। দুর্নীতির অভিযোগে দায়ের করা এ মামলার বিচারিক কার্যক্রম প্রায় সম্পন্ন হয়েছে এবং রায় দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে দুদকের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত জানুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং পরিবারের আরও চার সদস্যের নামে রাজধানীর পূর্বাচল এলাকায় ৬০ কাঠা প্লট বরাদ্দে অনিয়মের তথ্য পাওয়া যায়। অনুসন্ধান অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে এ মামলায় চার্জশিট দাখিল করা হয়।
মামলার সাক্ষ্যগ্রহণ এবং বাদীর জেরা শেষ হওয়ায় রায় ঘোষণার প্রক্রিয়া দ্রুততর হয়। তদন্ত ও বিচারিক কার্যক্রমের ধারাবাহিকতায় চলতি মাসেই মামলার নিষ্পত্তি হবে বলে জানা গেছে।
এদিকে, জুলাই–আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের আরেক মামলায় গতকাল শেখ হাসিনাকে দুই অভিযোগে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে এক অভিযোগে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ইপেপার
Copyright © 2025 ThikanaTV.Press. All rights reserved.