চরভদ্রাসনে পদ্মার ভাঙনে ফসলি জমি বিলীন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর গ্রাম হতে চর হরিরামপুরের সবুল্লা শিকদারের ডাঙ্গী গ্রাম পর্যন্ত এক হাজার মিটার জায়গা জুড়ে এই ভাঙন দেখা দিয়েছে।

তিন দিনের নদী ভাঙনে পাঁচ একর ফসলি জমি পদ্মা নদীগর্ভে বিলীন হয়েছে, ঝুঁকিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে এ ভাঙ্গন দেখা দেয় , তারা আরো বলে

শুরুতেই এই এলাকায় ভাঙন শুরু হলেও গত তিন দিনে ভাঙনের তীব্রতা বেড়েছে।এলাকাবাসী আরো জানায় বুধবার সকাল ছয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত এর তীব্রতা বেশি ছিল।

টিলারচর গ্রামের বাসিন্দা কৃষক শেখ সালাম বলেন, তীব্র স্রোতের কারণে সকালে ভাঙন দেখা দেয় এবং এতে প্রায় এক একর ফসলি জমি নদী গর্বে বিলীন হয়। তিন দিনে মোট পাঁচ একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। এছাড়া টিলারচর স্কুল থেকে মাত্র ১০০ মিটার দূরে রয়েছে পদ্মা নদী। তিনি ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। ওই একই গ্রামের বাসিন্দা শেখ ফালু বলেন, তার দশ শতাংশ ধানি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। তিনি স্থানটিতে স্থায়ী বাধের দাবি জানান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা,সদর ইউপি চেয়ারম্যান আজাদ খান ভাঙন স্থল পরিদর্শন করেছেন।

এছাড়া ফরিদপুর পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা সরেজমিনে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন। তিনি বলেন, ইতিপূর্বে ভাঙন এলাকার দুটি স্থানে মোট ১৩ হাজার ১৩০ বস্তা বালি ভর্তি জিও ব্যাগ ফেলা হয়েছে। তিনি আরো বলেন, ভাঙন স্থানে নদীর গভীরতা ও স্রোতের কারণে এ অবস্থায় সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত জিও ব্যাগ ডাম্পিংয়ের আশ্বাস দেন তিনি এছাড়া এই এক কিলোমিটার জায়গা জুড়ে স্থায়ী বাঁধের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

২০২৩ সালে কর ফাঁকি ২ লাখ ২৬ হাজার কোটি টাকা, সিপিডির গবেষণা

অনলাইন ডেস্ক: কর ফাঁকির কারণে ২০২৩ সালে বাংলাদেশ আনুমানিক ২ লাখ ২৬ হাজার ২৩৬ কোটি টাকার রাজস্ব হারিয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

৩০ হাজার বেতনে চাকরির সুযোগ, সঙ্গে পাবেন ৮ সুবিধা

ইউএস-বাংলা এয়ারলাইন্স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের সেলস বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। পদের নাম : এক্সিকিউটিভ। পদের সংখ্যা : নির্ধারিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে জ্যোতি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ সেপ্টেম্বর’) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রাজধানী থেকে

দুপুরের মধ্যেই যেসব জেলায় বজ্রবৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক: দেশের আট জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়োয়া হাওয়া বইতে পারে। সেই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার

বিবাহবিচ্ছেদে উৎসব করে যে দেশের নারীরা

ঠিকানা টিভি ডট প্রেস: বিচ্ছেদ মানেই অসহনীয় এক পৃথিবী, বিচ্ছেদ মানেই ‘জীবনের শেষ’ এ রকম মনে করে না মৌরিতানিয়ার নারীরা। বিচ্ছেদের পর ওই নারীর সৌজন্যে

লন্ডনে খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক: লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন বলে জানিয়েছেন চেয়ারপার্সনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।